ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রাবিতে নিয়োগের বিষয়ে যথাসময়েই প্রতিবেদন দেবে তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৮, ১১ মে ২০২১  
রাবিতে নিয়োগের বিষয়ে যথাসময়েই প্রতিবেদন দেবে তদন্ত কমিটি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘অবৈধ ও বিধিবহির্ভূত’ নিয়োগের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। যথাসময়েই তদন্ত প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।

মঙ্গলবার (১১ মে) তিনি রাইজিংবিডিকে বলেছেন, ‘আমাদের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে কর্মপরিধি নির্ধারণ করে দেওয়া হয়েছে, তার আলোকে তদন্ত কার্যক্রম চলছে। মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা সত্বেও কেন এই নিয়োগ দেওয়া হলো এবং এর পেছনে কারা জড়িত, এসব বিষয়ে তদন্ত করছি। মন্ত্রণালয় যে সময় বেঁধে দিয়েছে, তার মধ্যেই প্রতিবেদন দেবো।’

কবে নাগাদ প্রতিবেদন দেওয়া যাবে, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে দুই দিন কার্যক্রম চালিয়েছি। আমাদের ৭ কর্মদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। ঈদের পরপরই প্রতিবেদন দেওয়া সম্ভব হবে।’

তদন্ত কার্যক্রমে কী বুঝতে পেরেছেন, এমনটি জানতে চাইলে মুহাম্মদ আলমগীর বলেন, ‘স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং আর্থিক বিষয়াদি এর  সঙ্গে জড়িত বলে ধারণা পাওয়া গেছে। আমরা যা যা পেয়েছি এবং পাব, তা মন্ত্রণালয়কে জানাব। মন্ত্রণালয় সেটার আলোকে ব্যবস্থা নেবে।’

এদিকে, উপাচার্য নিয়োগে স্বচ্ছতার বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘উপাচার্য একটি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি একাডেমিক, প্রশাসনিক, নিয়োগ, আর্থিক বিষয়াদির একক প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করে থাকেন। তার কর্মকাণ্ডের ওপর নির্ভর করে বিশ্ববিদ্যালয়টি কেমন চলবে। আমরা চাই, ভালো ইমেজের ব্যক্তি উপাচার্য হোক। সেজন্য সৎ, দক্ষ শিক্ষকদের নিয়োগ দেওয়ার জন্য কাজ করছি।’

এর আগে গত বৃহস্পতিবার (৬ মে) উপাচার্যের নিয়োগ কার্যক্রম তদন্তে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরকে আহ্বায়ক করে চার সদস্যের কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। কমিটির সদস্যরা হলেন—ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. জাকির হোসেন আখন্দ এবং ইউজিসির পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান।

ইয়ামিন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়