ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অধ্যাপক নাফিজ জামানকে চাকরিচ্যুত করলো ঢাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৪৭, ৩১ আগস্ট ২০২১  
অধ্যাপক নাফিজ জামানকে চাকরিচ্যুত করলো ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন সহকারী অধ্যাপক নাফিজ জামান শুভকে স্থায়ীভাবে চাকুরিচ্যুত (ডিসমিসাল) করা হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ সভায় সভাপতিত্ব করেন।

এছাড়া সভায় একাডেমিক কাউন্সিলের সুপারিশ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯ জন গবেষককে পিএইচ.ডি এবং ১৩ জন গবেষককে এম.ফিল ডিগ্রি প্রদান করা হয়েছে।

জানা গেছে, শিক্ষা ছুটি শেষ হওয়ার পরও নির্দিষ্ট সময়ে বিশ্ববিদ্যালয়ে যোগ না দেয়ায় ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর সিন্ডিকেটের এক সভায় নাফিজ জামান শুভকে সাময়িকভাবে চাকুরিচ্যুত করা হয়। তিনি শিক্ষা ছুটি নিয়ে পিএইচডি করতে দেশের বাহিরে গিয়েছিলেন।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের পাওনা টাকা পরিশোধ করতে চিঠি দেওয়া হলেও তা না করায় নাফিজ জামান শুভকে স্থায়ীভাবে চাকুরিচ্যুত (ডিসমিসাল) করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট।

ইয়ামিন/নাসিম

সর্বশেষ

পাঠকপ্রিয়