ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

ঢাবি খোলার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিন্ডিকেট, বৈঠক ১৮ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫১, ১৬ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৮:৫৩, ১৬ সেপ্টেম্বর ২০২১
ঢাবি খোলার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিন্ডিকেট, বৈঠক ১৮ সেপ্টেম্বর

আগামী ৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য আবাসিক হল এবং ২৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় লাইব্রেরি খুলে দেওয়ার সুপারিশ করা হয়েছে। তবে, বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিন্ডিকেট। আগামী ১৮ সেপ্টেম্বর সিন্ডিকেট বৈঠক হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান সিন্ডিকেটের এ সভা আহ্বান করেছেন।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) এসব তথ‌্য নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী বলেছেন, ‘আমাদের আজকের একাডেমিক কাউন্সিলের বৈঠকে ৫ অক্টোবর বিশ্ববিদ্যালয় ও ২৬ সেপ্টেম্বর থেকে লাইব্রেরি খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, ভিসি স্যার জরুরি সিন্ডিকেট মিটিং কল করেছেন। আগামী ১৮ সেপ্টেম্বর সে বৈঠক হবে। সেখানে বিশ্ববিদ‌্যালয় খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’

ইয়ামিন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ