ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

এইচএসসি ও সমমান পরীক্ষা: প্রথম দিনে অনুপস্থিত ১১৩৪৫, বহিষ্কার ২১

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৪, ২ ডিসেম্বর ২০২১  
এইচএসসি ও সমমান পরীক্ষা: প্রথম দিনে অনুপস্থিত ১১৩৪৫, বহিষ্কার ২১

সারাদেশে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন ৯টি সাধারণ ও মাদ্রাসা শিক্ষাবোর্ডে ১১ হাজার ৩৪৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া  অসাধু পন্থা অবলম্বন করায় ২১ পরীক্ষার্থী বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, প্রথম দিন নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে সকালে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) বিষয় ও বিকালে সাধারণ বিজ্ঞান, খাদ্য ও পুষ্টি বিজ্ঞান (তত্ত্বীয়) রসায়ন ১ম পত্র, জীব বিজ্ঞনি, লঘু সংগীত ১ম পত্র (তত্ত্বীয়) ও মাদরাসা বোর্ডের কুরআন মজীদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশে সাধারন নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও এদিন সকালে ও বিকালের পরীক্ষায় ৪ হাজার ৪৯৩ জন অনুপস্থিত ছিল। অসাধু পন্থা অবলম্বন করায় দিনাজপুর বোর্ডে দুইজন ও যশোর বোর্ডের একজন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

অন্যদিকে পরীক্ষার প্রথম দিনে মাদ্ররাসা শিক্ষা বোর্ডে অনুপস্থিতির সংখ্যা ৬ হাজার ৭৫২ জন আর অসাধু পস্থা অবলম্বন করায় ১৮ জনকে বহিস্কার করা হয়েছে।

ইয়ামিন/এমএম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়