ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

মহিউদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ৫ এপ্রিল ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

সাদ ইবনে মমতাজ

জেলা প্রতিবেদক
ময়মনসিংহ, ৫ এপ্রিল : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা সাদ ইবনে মমতাজ হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংগ্রামী সাধারণ ছাত্র-জনতার ব্যানারে মানববন্ধন করেছে ছাত্রলীগ।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ছাত্রলীগ এই কর্মসূচী পালন করে। মানববন্ধনে ভিসি প্রফেসর ড. রফিকুল হক, ছাত্রলীগ বাকৃবি শাখার সভাপতি মোর্শেদুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ একাধিক শিক্ষক ও ছাত্ররা অংশ নেন।

ছাত্র নেতৃবৃন্দ সাদ ইবনে মমতাজ হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় মানববন্ধনে উপস্থিত ভিসি ড. রফিকুল হক সাদ হত্যার বিচার নিয়ে আন্দোলনকারীদের মধ্যে যেন কোন বিভ্রান্তি সৃষ্টি না হয় সেদিকে সকলকে সজাগ থাকার আহ্বান জানান।

তিনি আরো বলেন, মেধাবী ছাত্র সাদের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে সাদ হত্যার বিচার দাবীতে চলমান আন্দোলনরত শিক্ষার্থীরা পৃথক কর্মসূচীর অংশ হিসাবে ক্যাম্পাসের বিজয় একাত্তর প্রাঙ্গনে বিকালে প্রদীপ প্রজ্জলণ কর্মসূচী পালন করা হয়।

 

রাইজিংবিডি/মহিউদ্দিন/সন্তোষ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়