ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিক্ষার্থীরা পাবে উৎসাহ ভাতা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৮, ৭ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৪:২৯, ৭ সেপ্টেম্বর ২০২৩
শিক্ষার্থীরা পাবে উৎসাহ ভাতা

ফাইল ফটো

প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ বলেছেন, গতানুগতিক পদ্ধতিতে আর প্রাথমিকে বৃত্তি দেওয়া হবে না। শিক্ষার্থীদের উৎসাহ ভাতা দেওয়া হবে। কোন পদ্ধতিতে দেওয়া হবে তা এখনো চূড়ান্ত হয়নি।

তিনি বলেন, কোন প্রক্রিয়ায় বৃত্তি দেওয়া হবে এ বিষয়ে কমিটি করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে কমিটির প্রতিবেদন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

এর আগে ৮ আগস্ট প্রাথমিকের বৃত্তি পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে পরীক্ষা বন্ধ হলেও ভিন্ন আঙ্গিকে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে বলে তখন জানানো হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ বিষয়ে বলেন, প্রাথমিকের বৃত্তি পরীক্ষা হবে না। এর বদলে বিভিন্ন আঙ্গিকে শিক্ষার্থীদের মূল্যায়ন করে বৃত্তি দেওয়া হবে। মূল্যায়ন কীভাবে করা হবে, সেটি কমিটি ঠিক করবে।

ইয়ামিন /ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়