ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

এসএসসির প্রথম দিনে ৭ জন বহিষ্কার, অনুপস্থিত ৯৭৩১ পরীক্ষার্থী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৫, ১৫ ফেব্রুয়ারি ২০২৪  
এসএসসির প্রথম দিনে ৭ জন বহিষ্কার, অনুপস্থিত ৯৭৩১ পরীক্ষার্থী

ফাইল ফটো

এসএসসির প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষায় ৬ জন পরীক্ষার্থী ও কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা একজন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। সারা দেশে অনুপস্থিত ছিলেন ৯ হাজার ৭৩১ জন পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ১৮ হাজার ২৯২ জন। ২ হাজার ২৬৪টি কেন্দ্রে বাংলা প্রথম পত্র পরীক্ষা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, ২ হাজার ২৬৪টি কেন্দ্রে ১৪ লাখ ৮ হাজার ৫৬১ জন পরীক্ষার্থী বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ৯ হাজার ৭৩১ জন পরীক্ষার্থী। এদিন বরিশাল বোর্ডের ২ ও ময়মনসিংহ বোর্ডের ৪ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এছাড়া, কুমিল্লা বোর্ডে একজন কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।

বাংলা প্রথম পত্র পরীক্ষায় ঢাকা বোর্ডে ২ হাজার ৩৪৫ জন, চট্টগ্রাম বোর্ডে ৮০৯ জন, রাজশাহী বোর্ডে ১ হাজার ১৮১ জন, বরিশাল বোর্ডে ৬৮২ জন, সিলেট বোর্ডে ৫৬৪ জন, দিনাজপুর বোর্ডে ১ হাজার ৪৩ জন, কুমিল্লা বোর্ডে ১ হাজার ৩৭০ জন, ময়মনসিংহ বোর্ডে ৬০৪ জন ও যশোর বোর্ডে ১ হাজার ১৩৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

হাসান/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়