সহিংসতা ও দখলদারিত্ব রুখতে ঢাবিতে প্রতিবাদ সমাবেশ
ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও বিজয় রক্ষা করতে সহিংসতা, সাম্প্রদায়িক হামলা, সন্ত্রাস ও দখলদারিত্ব রুখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ আগস্ট) রাজু ভাস্কর্যের সামনে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
এ সময়ে শিক্ষার্থীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্র রাজনীতি তারা চান না। সাধারণ শিক্ষার্থীদের দাবি ডাকসু চালু হোক পুনরায়। কিন্তু এ প্রসঙ্গে বক্তারা আশঙ্কা করে ডাকসু থেকে তা ক্রমান্বয়ে আবার রাজনৈতিক দলীয় ছাত্র সংঘটন সরব হতে পারে।
এছাড়া, হলে হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কমিটি দেওয়ার বিষয়েও সমালোচনা করেন। তারা আশঙ্কা করেন, এমন কমিটির ফলে হতে পারে নতুন ছাত্র রাজনীতির উদ্ভব।
সমাবেশে সমাপনী বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফোরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান ইমু বলেন, যতদিন না শিক্ষার্থীদের সকল অধিকার আদায় হচ্ছে ততদিন ছাত্র রাজনীতি সরব থাকবে। ছাত্রদের পক্ষে কথা বলবে এমন ছাত্র রাজনীতি তিনি চান।
রনি/ইভা