মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু ১২ নভেম্বর, লটারি ডিসেম্বরে
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
দেশের সব সরকারি মাধ্যমিক স্কুল এবং মেট্রোপলিটন ও জেলা সদর পর্যায়ের বেসরকারি স্কুলগুলোতে নতুন বছরের ভর্তির আবেদন শুরু হবে আগামী ১২ নভেম্বর। এই প্রক্রিয়া চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা, যা দিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।
রোববার (৩ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এই কেন্দ্রীয় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
ঢাকা মহানগরীর ভর্তি কমিটির সদস্য সচিব এবং মাউশির মাধ্যমিক শাখার উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন জানান, ১২ ডিসেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কেন্দ্রীয়ভাবে লটারির মাধ্যমে ভর্তির ফলাফল ঘোষণা করা হবে। আবেদনকারীদের জন্য কোনো ফরম সরাসরি বিতরণ করা হবে না, পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে।
উপজেলা পর্যায়ের বেসরকারি স্কুলগুলো স্থানীয় ভর্তি কমিটির অনুমোদন নিয়ে সরাসরি লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করতে পারবে, তবে মেট্রোপলিটন ও জেলা সদর পর্যায়ের বেসরকারি স্কুলগুলোর মতো তাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া অনুসরণ করতে হবে না।
তিনি জানান, স্কুলগুলোর প্রধান শিক্ষকরা শূন্যপদের তথ্য প্রদান করবেন, যা ৮ নভেম্বরের মধ্যে সম্পন্ন হবে।
আবেদনের প্রক্রিয়া: https://gsa.teletalk.com.bd/ লিংকে ঢুকে সরকারি ও বেসরকারি স্কুলের জন্য আলাদাভাবে আবেদন করা যাবে।
আবেদনের সময় সরকারি স্কুলের ক্ষেত্রে থানাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি স্কুলের ক্ষেত্রে মেট্রোপলিটন এলাকা ও জেলার সদর উপজেলা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পাওয়া যাবে।
প্রার্থীরা প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ পাঁচটি স্কুল পছন্দের ক্রম নির্বাচন করতে পারবে। ডাবল শিফট প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে।
হাসান/টিপু