বৈষম্য নিরসনের ঘোষণা না এলে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতির হুমকি
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

আগামীকাল শনিবারের (১৫ ফেব্রুয়ারি) মধ্যে বৈষম্য নিরসনের সুস্পষ্ট ঘোষণা না আসলে লাগাতার অবস্থান কর্মসূচির পাশাপাশি ১৬ ফেব্রুয়ারি এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে অর্ধদিবস কর্মবিরতি পালনের হুমকি দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে এ হুমকি দেওয়া হয়। ১২ ফেব্রুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে সংগঠনটি।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা বলেছেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মাসিক ১ হাজার টাকা বাড়িভাড়া, ৫০০ টাকা চিকিৎসাভাতা ও ২৫ শতাংশ উৎসবভাতা পেয়ে থাকেন, যা অত্যন্ত অযৌক্তিক ও অমানবিক।
তারা সরকারি নিয়মে বাড়িভাড়া, চিকিৎসাভাতা, শতভাগ উৎসবভাতা ও সর্বজনীন (প্রতিষ্ঠান প্রধান থেকে কর্মচারী পর্যন্ত) বদলির দাবি জানান।
জোটের সদস্য সচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি প্রিন্সিপাল দেলাওয়ার হোসেন আজীজী বলেছেন, “শিক্ষা উপদেষ্টা আমাদের ভাতাসমূহ পরিবর্তনের মৌখিক আশ্বাস দিয়েছেন। কিন্তু, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগণ বারবার প্রতারিত হয়ে আশ্বাসের ওপর বিশ্বাস করে আবারও প্রতারিত হতে চায় না। ১৫ ফেব্রুয়ারি শনিবারের মধ্যে শতভাগ উৎসবভাতার প্রজ্ঞাপন জারি এবং বাড়িভাড়া ও চিকিৎসাভাতা বৃদ্ধির ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা দেওয়া না হলে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির পাশাপাশি ১৬ ফেব্রুয়ারি রবিবার এমপিওভুক্ত (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অর্ধদিবস কর্মবিরতি পালন করা হবে।”
অবস্থান কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন—জোটের সমন্বয়কারী জহিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবু তালেব সোহাগ, জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সদস্য সচিব আবুল বাসার, আব্দুল হাই সিদ্দিকী, রবিউল ইসলাম, তোফায়েল সরকার, সবুজ হাসান, আমাতুন্নাহার, ফররুক শেরাহ্, মো. কাইয়ুম, আফরোজা শ্রাবন, অধ্যক্ষ আলা উদ্দিন, অধ্যক্ষ হারুন অর রশীদ, আব্দুর রহমান, অধ্যক্ষ হাবিবুর রহমান, অধ্যক্ষ ইসমাইল হোসেন, অধ্যক্ষ মফিজুল ইসলাম প্রমুখ।
ঢাকা/মামুন/রফিক