ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বছরে ১০-১৫ শতাংশ বিশেষ সুবিধা পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৬, ৩১ জুলাই ২০২৫   আপডেট: ০৮:৫৭, ৩১ জুলাই ২০২৫
বছরে ১০-১৫ শতাংশ বিশেষ সুবিধা পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে সরকার। 

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের নির্দেশনা অনুযায়ী এই বিশেষ সুবিধা কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে।

আরো পড়ুন:

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বুধবার (৩০ জুলাই) এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে।

এতে বলা হয়েছে, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি মাদ্রাসা ও বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতন স্কেলের তুলনীয় গ্রেড-৯ থেকে তদূর্ধ্ব গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীরা আগামী ১ জুলাই থেকে প্রতি বছর ১ জুলাই প্রাপ্য মূল বেতনের ১০ শতাংশ হারে এবং গ্রেড-১০ থেকে তদনিম্ন গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীরা আগামী ১ জুলাই থেকে প্রতি বছর ১ জুলাই প্রাপ্য মূল বেতনের ১৫ শতাংশ হারে (দেড় হাজার টাকার নিচে নয়) বিশেষ সুবিধা পাবেন।

২০২৩ সালের ১৮ জুলাইয়ের এ-সংক্রান্ত অর্থ বিভাগের আগের আদেশ বাতিল করার তথ্য দেওয়া হয়েছে অফিস আদেশে। 

ঢাকা/হাসান/রাসেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়