ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইবি হল বন্ধে বিপাকে শিক্ষার্থীরা

হুমায়ুন কবীর জীবন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৩০, ১ ডিসেম্বর ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইবি হল বন্ধে বিপাকে শিক্ষার্থীরা

হল ছাড়ছেন শিক্ষার্থীরা (ফাইল ফটো)

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে গাড়িচাপায় তৌহিদুর রহমান টিটু নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কুষ্টিয়া ঝিনাইদহের পরিবহণ মালিক সমিতির কাছ থেকে ভাড়া করা প্রায় ৪০টি গাড়ি আগুনে পুড়িয়ে দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

 

রোববার জরুরি মিটিংয়ে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করলে হল ছেড়ে যাওয়ার সময় কুষ্টিয়া ও ঝিনাইদহের বাস মালিক সমিতির শ্রমিকরা গাড়ি পোড়াকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে ক্যাম্পাসের ছাত্রদের বিভিন্ন এলাকায় মারধর ও আটক করছে বলে জানা গেছে।

 

ফলে সোমবার সন্ধ্যা ৬টায় হল ছাড়ার নির্দেশ থাকলেও সময় বাড়ানো হয়েছে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত।

 

উল্লেখ্য, কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা পরিবহণ মালিক সমিতি মঙ্গলবার ধর্মঘাট ডাক দেয়। একদিকে হল ছাড়ার নির্দেশ অন্যদিকে পরিবহণ সমিতির পরিবহণ ধর্মঘট এ অবস্থায় বিপাকে পড়ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

 

 

রাইজিংবিডি/ইবি/১ ডিসেম্বর ২০১৪/হুমায়ুন কবীর জীবন/রণজিৎ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়