চট্টগ্রাম জাহাজ বন্দরে সাইমন-সানিতা
রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম
সাইমন সাদিক এবং সানিতা
রাহাত সাইফুল : সাইমন সাদিক ও নবাগত সানিতা এখন অবস্থান করছেন চট্টগ্রামের জাহাজ বন্দরে। শাহিন সুমন পরিচালিত প্রেম বলে কিছু নেই সিনেমার গানের দৃশ্যায়ন করতেই এ জুটি বন্দর নগরী চট্টগ্রামে অবস্থান করছেন। এতে সাইমন-সানিতা ছাড়া আরো অভিনয় করছেন সুমিত, সাদেক বাচ্চু, অমিত হাসান, কমল পাটোয়ারি, জিয়া ভিমরুলসহ অনেকে।
শুটিং প্রসঙ্গে পরিচালক শাহিন সুমন রাইজিংবিডিকে বলেন, ‘প্রেম বলে কিছু নেই সিনেমাটির গানের দৃশ্যায়ন চলছে। আজ ১৯ এপ্রিল শুটিং শেষ করে শুটিং ইউনিট কক্সবাজারে যাবে। এ লটে চার-পাঁচ দিনের শুটিং করা হবে। এর আগে এ সিনেমার দুটি গানের দৃশ্যায়ন করা হয়েছে।’
সিনেমা প্রসঙ্গে চিত্রনায়ক সাইমন রাইজিংবিডিকে বলেন, ‘চট্টগ্রামের জাহাজ বন্দরে আজ সিনেমাটির গানের শুটিং করছি। নতুন নায়িকা সানিতার সঙ্গে কাজ করে ভালোই লাগছে। এছাড়া গুণী পরিচালক শাহিন ভাইয়ের কাজে সবসময়ই ভিন্নতা থাকে। সব মিলিয়ে কাজ করতে ভালোই লাগছে।
এস এফ ফিল্মস প্রযোজিত সিনেমাটির কাহিনি লিখেছেন- আবদুল্লাহ জহির বাবু। নৃত্য পরিচালনা করছেন এ আর আজিজ।
রাইজিংবিডি/ঢাকা/১৯ এপ্রিল ২০১৫/রাহাত/মারুফ
রাইজিংবিডি.কম