ঢাকা     সোমবার   ০৬ মে ২০২৪ ||  বৈশাখ ২৩ ১৪৩১

চলচ্চিত্র ঐক্যজোটের সেন্সর বোর্ড ঘেরাও

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪০, ১৮ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চলচ্চিত্র ঐক্যজোটের সেন্সর বোর্ড ঘেরাও

চলচ্চিত্র ঐক্যজোটের বিক্ষোভের একটি দৃশ্য

বিনোদন প্রতিবেদক : সেন্সর বোর্ড ঘেরাও করে বিক্ষোভ করছে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৪ সংগঠন নিয়ে গঠিত ‘চলচ্চিত্র ঐক্যজোট’। পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার সকালে বিএফডিসি গেটে সমবেত হয় সংগঠনের নেতা-কর্মীরা।  এরপর দুপুর ১টার দিকে সেন্সর বোর্ড ঘেরাও করার ঘোষণা দিয়ে অভিমুখে যাত্রা শুরু করে।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, অভিনেতা ফারুক, অভিনেতা রিয়াজ, অভিনেত্রী পপিসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট শতাধিক কর্মী এ বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছে। মগবাজারের ইস্কাটনে সেন্সর বোর্ডের সামনে তারা এখন অবস্থান নিয়ে বিক্ষোভ করছে।

এদিকে তথ্য মন্ত্রণালয়ের আহ্বানে চলচ্চিত্র ঐক্যজোটের একটি প্রতিনিধি দল তথ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে। 

এ বিক্ষোভ প্রসঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর রাইজিংবিডিকে বলেন, ‘যৌথ প্রযোজনা নয় যৌথ প্রতারণার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ।  যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণা হচ্ছে। এই প্রতারণা আমরা হটাতে চাই। এটাই হচ্ছে- আমাদের আন্দোলনের মূল লক্ষ্য।’

যৌথ প্রযোজনার সঠিক নিয়ম-নীতির তোয়াক্কা না করে অহরহ নির্মিত হচ্ছে চলচ্চিত্র। এমন অভিযোগ এনে বেশ কিছুদিন ধরেই চলচ্চিত্র ঐক্যজোট প্রতিবাদ জানিয়ে আসছে।



রাইজিংবিডি/ঢাকা/১৮ জুন ২০১৭/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়