ঢাকা     রোববার   ০৫ মে ২০২৪ ||  বৈশাখ ২২ ১৪৩১

জটিলতায় আটকে আছে এফডিসির মসজিদ সংস্কারের কাজ

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫১, ১৭ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জটিলতায় আটকে আছে এফডিসির মসজিদ সংস্কারের কাজ

প্রস্তাবিত নতুন মসজিদের নকশা

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)অবস্থিত মসজিদে নামাজ আদায় করেন শিল্পী, কলাকুশলীরা। পুরোনো এই মসজিদ ভেঙে নতুন করে নির্মাণ করার কথা রয়েছে। এ জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা। তিনি দুই কোটি টাকা ব্যয়ে মসজিদটি নির্মাণ করে দেবেন বলে চলচ্চিত্র পরিবার ও এফডিসির ব্যবস্থাপনা পরিচালককে আশ্বস্ত করেছেন।

ইতোমধ্যে মসজিদের মাটি পরীক্ষা ও নকশা তৈরির কাজ সম্পন্ন হয়েছে। প্রায় সাত মাস আগে এর কার্যক্রম শুরু হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি চোখে পড়েনি। থার্মেক্স গ্রুপের চেয়ারম্যানের পক্ষ থেকে মসজিদ নির্মাণের বিষয়টি তদারকি করছেন চলচ্চিত্র অভিনেতা সনি রহমান। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, প্রশাসনিক জটিলতার কারণে তারা মসজিদ নির্মাণে অর্থায়ন স্থগিত রেখেছেন।

সনি রহমান রাইজিংবিডিকে বলেন, ‘আবদুল কাদির মোল্লা সাহেব এ পর্যন্ত সারা দেশে তিন শতাধিক মসজিদ নির্মাণ করেছেন। ফলে আমি চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে নায়ক ফারুক ভাইসহ তার কাছে যাই এবং বিএফডিসির জন্য একটি মসজিদ তৈরি করে দেয়ার কথা বলি। তিনি দুই কোটি টাকা দিয়ে বিএফডিসিতে মসজিদ তৈরি করে দিতে রাজি হন। চলচ্চিত্র পরিবারের প্রস্তাবনায় আব্দুল কাদির মোল্লা সাহেব নিজস্ব অর্থায়নে বাজেট, নকশা ঠিক করে দেন। প্রশাসনের কথা অনুসারে এ সংক্রান্ত কাগজপত্র জমা দেয়া হলেও কিছু লোকের গাফিলতির কারণে কাজটি আটকে আছে। আমরা দীর্ঘ ৭-৮ মাস ঘোরাঘুরির পরেও আজ পর্যন্ত কাজটি করতে পারিনি। তাই বাধ্য হয়ে এখন কাজ না করার সিদ্ধান্ত নিয়েছি।’

এ বিষয়ে বিএফডিসির এমডি আমির হোসেনের কাছে জানতে চাইলে তিনি রাইজিংবিডিকে বলেন, ‘কেপিআইভুক্ত এলাকায় স্থাপনা নির্মাণ করতে হলে আমাদের একটা বোর্ড রয়েছে তার অনুমতি প্রয়োজন। আমি ইতিমধ্যেই এ বিষয়ে মিটিং করেছি। মন্ত্রণালয়ের অনুমতি পেলেই কাজ শুরু করা যাবে। অনুমতি না নিয়ে তো আর কাজ শুরু করা যায় না।’

এদিকে বিএফডিসিতে নতুন মসজিদ গড়ার জন্য পুরোনো মসজিদটি ভাঙা হয়েছে। ভাঙ্গা মসজিদে কষ্ট করে নামাজ আদায় করছেন মুসল্লিরা। 



রাইজিংবিডি/ঢাকা/১৭ এপ্রিল ২০১৮/রাহাত/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়