ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মঙ্গলবার সন্ধ্যায় তিন নাটক

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৬, ১৪ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মঙ্গলবার সন্ধ্যায় তিন নাটক

গত ১০ অক্টোবর শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ১০ দিনব্যাপী ‘গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব ২০১৯’। তারই ধারাবাহিকতায় আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হবে তিন নাটক। এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ‘রহু চণ্ডালের হাড়’, জাতীয় নাট্যশালায় ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’, স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে ‘নড় বড়ে বৌ’ নাটক।

রহু চণ্ডালের হাড়

নাটকের দল আরশিনগর গত বছরের শেষের দিকে মঞ্চে নিয়ে আসে ‘রহু চণ্ডালের হাড়’। অভিজিৎ সেনের উপন্যাস অবলম্বনে এর নাট্যরূপ ও নির্দেশনায় রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক রেজা আরিফ।

নাটকের গল্পে দেখা যাবে— বাজিকররা জীবন পরিক্রমায় মুখোমুখি হয় নানা ঘাত-প্রতিঘাতের। গল্পের চরিত্র দনু, পীতেম, পরতাপ, সালমা, প্রেমা, আনন্দ, জামির কিংবা রাধার যে জীবন আখ্যান অভিজিৎ সেন মূল উপন্যাসে তুলে ধরেছেন, তা এ নাটকেও দৃশ্যমান। তবে মূল উপন্যাসে পাঁচ প্রজন্মের ঘটনা প্রবাহ থাকলেও নির্দেশক নাটকে তিন প্রজন্মের গল্পকথা তুলে এনেছেন।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন—আসাদুজ্জামান আবির, স্বপ্নীল সোহেল, শ্যামাঙ্গিনী শ্যামা, শারমিন ডেইজি, ওয়াহিদ খান সঙ্কেত, নুসরাত জিসা, হৃদয় বসাক, তানজিম আহমেদ, প্রিন্স সিদ্দিকী, নাজমুল রিগান, নওরীন নিপু, হাসান অমিত, জিনাত জাহান নিশা, আইনুন পুতুল প্রমুখ। ড. সোমা মুমতাজের কোরিওগ্রাফিতে মঞ্চসজ্জা করেছেন আলী আহমেদ মুকুল। আলোক পরিকল্পনায় শাহীন রহমান। পোশাক পরিকল্পনায় রেজওয়ানা মৌরি রেজা।

পায়ের আওয়াজ পাওয়া যায়

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক রচিত এ নাটক নির্দেশনা দেন আবদুল্লাহ আল মামুন। দীর্ঘ দশ বছর পর নাট্যদল থিয়েটারের সাড়া জাগানো এ নাটক নতুন করে নির্দেশনা দেন সুদীপ চক্রবর্তী।

নাটকের গল্পে দেখা যায়—চারদিকে মুক্তিযুদ্ধের দামামা। ছোট-বড় সবার মধ্যে উদ্বেগ-উত্তেজনা। আশপাশের গ্রামের নারী-পুরুষ এসেছেন মাতব্বরের কাছে। তাদের চোখে-মুখে উৎকণ্ঠা। গত রাতেও পাকিস্তানি সেনাবাহিনীর ক্যাপ্টেন মাতব্বরের সঙ্গে দেখা করেছেন জানিয়ে সবাইকে আশ্বস্ত করেন। সহজ-সরল গ্রামবাসী সহজে আশ্বস্ত হতে পারেন না মাতব্বরের কথায়। এভাবে নানা ঘটনার ঘনঘটায় এগিয়ে যায় নাটকের কাহিনি।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন—ফেরদৌসী মজুমদার, কেরামত মওলা, তোফা হোসেন, ত্রপা মজুমদার, মারুফ কবির, পরেশ আচার্য, সমর দেব, খুরশিদ আলম, নুরুল ইসলাম সানি, রাশেদুল আওয়াল শাওন, জোয়ারদার সাইফ, তামান্না ইসলাম, রুণা লাইলা, তানভীর হোসেন সামদানী, কল্যাণ চৌধুরী, তানজুম আরা পল্লী, কাওসার রাজীব, আতিকুর রহমান ও এরশাদ হাসান।

নড়বড়ে বৌ

ঢাকা নান্দনিকের ২৫তম প্রযোজনা ‘নড়বড়ে বৌ’। দেবকী বন্দ্যোপাধ্যায়ের রচনা অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন সৈয়দ মহিদুর রহমান। নাটকের নির্দেশনায় রয়েছেন রফিকউল্লাহ সেলিম। নগরীর পুরান ঢাকার একটি এলাকার নাম ‘নড়বড়ে লেন’। আর এখানে বসবাসরত সাধারণ মানুষের টানাপোড়েনের ওপর ভিত্তি করেই আবর্তিত হয়েছে নাটকের কাহিনি। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন—রফিকউল্লাহ সেলিম, মো. কামরুজ্জামান সোহেল, মনোজিত কুমার ওঝা, সৈয়দ রমিত রহমান, কামরুল হাসান, ইউসুফা, তাজিনা মুন্নী প্রমুখ।


ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়