ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সফলতার সবকিছুতেই মায়ের অবদান রয়েছে: নিপুণ

প্রকাশিত: ১২:১৯, ১০ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সফলতার সবকিছুতেই মায়ের অবদান রয়েছে: নিপুণ

নিপুণ

প্রত্যেকের জীবনে মায়ের স্থান সবার উপরে। তাকে শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর জন্য বিশেষ একটি দিনের হয়তো কোনো প্রয়োজন নেই। তারপরও আধুনিক বিশ্বে মে মাসের দ্বিতীয় রোববার বিশ্ব মা দিবস পালিত হয়ে থাকে।

প্রত্যেক সন্তানের জীবনে মায়ের ভূমিকা অপরিসীম। চলচ্চিত্রাঙ্গনে অনেক চিত্রনায়িকা রয়েছেন যাদের ক্যারিয়ারে মায়ের ভুমিকা অনেক। চিত্রনায়িকা নিপুণের ক্যারিয়ারে মায়ের ভূমিকা কতটা ছিল? এমন প্রশ্নের উত্তরে নিপুণ বলেন—‘‘আমার বাবা নেই। আমার সফলতার সবকিছুতেই আমার মায়ের অবদান রয়েছে। নায়িকা হওয়ার পেছনে মায়ের অবদান শতভাগ। এফ আই মানিক ভাইয়ের ‘পিতার আসন’ সিনেমায় প্রথম কাজ করি। মানিক ভাই প্রথমে মাকে বলে কাজটি অনেক ভালো হবে। এরপরও চলচ্চিত্রে কাজ করার ক্ষেত্রে মা একটু দ্বিধা-দ্বন্দে ছিলো আমি কাজ করতে পারবো কি না। যেহেতু আমি দীর্ঘদিন বিদেশে ছিলাম। মানিক ভাই মাকে বললো নিপুণ পারবে। তখন মা-ও রাজি হয়ে যান। মা কখনো আমার সঙ্গে শুটিং স্পটে যাননি।’’

তিনি আরো বলেন, ‘‘পিতার আসন’ সিনেমাটি রিলিজ হওয়ার পর একমাস হলে চলেছে। আম্মু এক মাসের মধ্যে সিনেমাটি দেখতে যাননি। শেষের শোতে আমি আম্মুকে বলি, আপনি সিনেমাটি একটু দেখেন, তখন মা বলে আমার সিনেমাটি দেখতে ভয় লাগতেছে, কারণ আমারই যদি নজর লেগে যায়! আমি তখন বললাম মায়ের কখনো নজর লাগে না আপনি দেখেন। সিনেমায় কাজ করতে এভাবেই মা আমাকে সার্পোট দিয়েছেন।’’

 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়