ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অমিতাভের জন্য তারকাদের প্রার্থনা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৯, ১২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
অমিতাভের জন্য তারকাদের প্রার্থনা

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (১১ জুলাই) তাদের মুম্বাইয়ের নানাবতি হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে অমিতাভ বচ্চনের করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশের পর থেকেই তার সুস্থতা কামনা করে প্রার্থনা করছেন সহকর্মী ও ভক্তরা।

অভিনেত্রী হেমা মালিনী মাইক্রোব্লগিং সাইট টুইটারে লিখেছেন, ‘অমিতজি করোনা টেস্টে পজিটিভ এবং নানাবতি হাসপাতালে ভর্তি আছেন। আমি তার মঙ্গল কামনা করছি এবং নিশ্চিত যে, আমাদের সকলের প্রার্থনায় তিনি নিরাপদভাবে ফিরে আসবেন।’

জনপ্রিয় মালায়ালাম অভিনেতা মোহনলাল টুইট করেছেন, ‘প্রিয় স্যার, আপনার দ্রুত আরোগ্য কামনা করছি।’

এক টুইটে জনপ্রিয় অভিনেতা ম্যামোত্তি লিখেছেন, ‘দ্রুত সুস্থ হয়ে উঠুন স্যার।’

অভিনেতা সঞ্জয় দত্ত টুইটারে লিখেছেন, ‘আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। তাড়াতাড়ি সেরে উঠুন স্যার।’

অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া টুইট করেছেন, ‘অমিতজি ও অভিষেক আপনাদের দুজনের দ্রুত আরোগ্য কামনা করছি। আপনাদের জন্য শুভকামনা ও প্রার্থনা।’

নির্মাতা বনি কাপুর সুস্থতা কামনা করে টুইটারে লিখেছেন, ‘দ্রুত সুস্থ হয়ে উঠুন অমিতজি।’

তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু টুইট করেছেন, ‘সুস্থ হয়ে উঠুন স্যার। আপনার দ্রুত আরোগ্য কামনা করছি।’

জনপ্রিয় তামিল অভিনেতা ধানুশ টুইটারে লিখেছেন, ‘শিগগির সুস্থ হয়ে উঠুন স্যঅর। আপনার দ্রুত আরোগ্য কামনা করছি।’

এক টুইটে অভিনেত্রী বিপাশা বসু লিখেছেন, ‘আপনার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি স্যার।’

নির্মাতা হ্যানসাল মেহতা টুইটারে লিখেছেন, ‘প্রার্থনা রইল স্যার। আপনার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।’

অভিনেত্রী সোনম কাপুর টুইটারে লিখেছেন, ‘দ্রুত সুস্থ হয়ে উঠুন অমিত আঙ্কেল। আপনার জন্য আমার ভালোবাসা ও প্রার্থনা থাকল।’

অভিনেত্রী তাপসী পান্নু টুইট করেছেন, ‘খুব শিগগির সুস্থ সবল ও হাসি খুশিভাবে ফিরে আসবেন, চ্যাম্প।’

টু্ইটারে অভিনেত্রী কৃতি স্যানন লিখেছেন, ‘আপনার দ্রুত আরোগ্য লাভের প্রার্থনা করছি স্যার! দয়া করে দ্রুত সুস্থ হয়ে উঠুন। অনেক অনেক ভালোবাসা।’

* অভিষেক বচ্চনও করোনায় আক্রান্ত

* অমিতাভ বচ্চন করোনায় আক্রান্ত

* কেমন আছেন ঐশ্বরিয়া

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়