ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অভিষেক বচ্চনও করোনায় আক্রান্ত 

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৩, ১১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
অভিষেক বচ্চনও করোনায় আক্রান্ত 

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেতা অভিষেক বচ্চন। 

মাইক্রোব্লগিং সাইট টুইটারে তথ্যটি জানিয়ে অভিষেক লিখেছেন, ‘আমি ও বাবা দুজনই কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছি। আমাদের দুজনেরই মৃদু লক্ষণ দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্যটি জানিয়েছি এবং আমাদের পরিবারের সদস্য ও স্টাফদেরও টেস্ট করা হয়েছে। সবার কাছে অনুরোধ বিচলিত হবেন না এবং শান্ত থাকুন। ধন্যবাদ।’ 

এর আগে অভিষেকের বাবা অমিতাভ বচ্চন করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান। 

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, শ্বাসকষ্ট দেখা দিলে শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় অমিতাভ বচ্চনকে মুম্বাইয়ের নানাবতি হাসপাতালে ভর্তি করা হয়। তার করোনার কিছু উপসর্গও ছিল। পরবর্তী সময়ে কোভিড-১৯ পরীক্ষা করা হলে ফল পজিটিভ আসে। তবে হাসপাতালে আসার আগে নিজেকে আইসোলেশনে রেখেছিলেন এই অভিনেতা। 

অমিতাভ ও অভিষেকের করোনা আক্রান্ত হওয়ার খবর জানার পর সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন তাদের ভক্ত ও সহকর্মীরা।

* অমিতাভের জন্য তারকাদের প্রার্থনা

* অমিতাভ বচ্চন করোনায় আক্রান্ত

* কেমন আছেন ঐশ্বরিয়া

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়