‘জীবনঢুলী’ এবার যশোরে
সুমন্ত প্রাচ্য || রাইজিংবিডি.কম
জীবনঢুলী সিনেমায় শতাব্দী ওয়াদুদ ও জ্যোতিকা জ্যোতি
সুমন্ত প্রাচ্য
ঢাকা, ১৮ ফেব্রুয়ারি : ঢাকার পর এবার যশোরে মুক্তি পেতে যাচ্ছে তানভীর মোকাম্মেল পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র জীবনঢুলী। আগামী ২০-২২ ফেব্রুয়ারি টানা তিন দিন ছবিটি যশোরে প্রদর্শিত হবে বলে জানিয়েছেন নির্মাতা।
২০ ও ২১ ফেব্রুয়ারি যশোর শিল্পকলা একাডেমিতে ছয়টি প্রদর্শনী হবে এর। এরপর ২২ ফেব্রুয়ারি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছবিটির পাঁচটি প্রদর্শনী হবে।
এদিকে রাজধানীর পাবলিক লাইব্রেরীতে সপ্তাহব্যাপী প্রদর্শনী চলছে এর। প্রতিদিনই ছবিটি দেখতে মিলনায়তনে উপচেপড়া ভীড় লক্ষ করা গেছে। রাজধানীর পাবলিক লাইব্রেরীতে ছবিটি ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।
ছবিটিতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, রামেন্দু মজুমদার, ওয়াহীদা মল্লিক জলি, চিত্রলেখা গুহ,
ছবিটির চিত্রগ্রহণের কাজ করেছেন মাহফুজুর রহমান খান, শিল্প নিদের্শনায় ছিলেন উত্তম গুহ, সঙ্গীত পরিচালনায় সৈয়দ সাবাব আলী আরজু ও পোষাকের দায়িত্বে ছিলেন চিত্রলেখা গুহ। ছবিটির প্রধান সহকারী পরিচালক উত্তম গুহ, সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন সগীর মোস্তফা, রানা মাসুদ ও সাঈদ সুমন।
প্রসঙ্গত মুক্তিযুদ্ধভিত্তিক জীবনঢুলী চলচ্চিত্রটি বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত। এরই মধ্যে ছবিটি দেশের বাইরে প্রদর্শিত হয়ে প্রশংসিত হয়েছে।
রাইজিংবিডি / রাশেদ শাওন
রাইজিংবিডি.কম