ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৭০ হলে শাহরিয়াজ-পরীমনির ‘পাগলা দিওয়ানা’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪১, ২ এপ্রিল ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৭০ হলে শাহরিয়াজ-পরীমনির ‘পাগলা দিওয়ানা’

পাগলা দিওয়ানা সিনেমায় পরীমনি ও শাহরিয়াজ

রাহাত সাইফুল : ওয়াজেদ আলী সুমন পরিচালিত পাগলা দিওয়ানা সিনেমাটি আগামীকাল ৩ এপ্রিল মুক্তি পাচ্ছে। নির্মাতা সূত্রে জানা গেছে, ঢাকাসহ সারাদেশে ৭০টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেওয়া হচ্ছে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়াজ-পরীমনি। এছাড়া আরও অভিনয় করেছেন সবুজ-অমৃতা, মিশা সওদাগর, রুবেল, আলীরাজ প্রমুখ।


সিনেমাটি মুক্তি প্রসঙ্গে ওয়াজেদ আলী সুমন রাইজিংবিডিকে জানান, এখন পর্যন্ত ৭০টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির বিষয়টি নিশ্চিত হয়েছে।

 

তিনি বলেন, ‘দর্শকদের সিনেমাটি দেখার জন্য আমন্ত্রন রইলো। আমি বলব, সমালোচনার করার জন্য হলেও যেন সিনেমাটি সবাই দেখেন।’
   
সিনেমার গল্পে দেখা যাবে- পরীমনি ডানপিটে স্বভাবের মেয়ে। সিনেমায় তার নাম লায়লা। লায়লার খেলার সাথী তামিম। তামিম চরিত্রে দেখা যাবে-শাহরিয়াজকে। লায়লা তামিমকে সব সময় হুকুম দিয়ে কাজ করায়। তামিম কোন কিছু না ভেবেই লায়লা যা বলে তাই করে। একদিন লায়লার কথা মতো একজনের গায়ে ঢিল মারে তামিম। এ নিয়ে গ্রামে বিচার বসে। তখন তামিম বলে- লায়লা ঢিল মারতে বলেছে তাই মেরেছি।

এ জন্য লায়লা তামিমের উপরে রাগ করে। লায়লা তামিমকে বলে, তুই কেমন মানুষ! আমি বললাম আর তুই মেরে দিলি? তামিম বলে, হ্যাঁ, তুই বলছস তাই মেরে দিছি। আমি যা বলি তুই তাই করবি? তাহলে আজ থেকে তুই আমার সঙ্গে ১২ বছর কথা বলবি না। এরপর ঘটতে থাকে নানা ঘটনা।


পুতুল কথাচিত্রের ব্যানারে নির্মিত পাগলা দিওয়ানা সিনেমাটি ঢাকা, রাজশাহী, পূবাইলসহ দেশের বিভিন্ন লোকেশনে শুটিং করা হয়।

 


রাইজিংবিডি/ঢাকা/২ এপ্রিল ২০১৫/রাহাত/রাশেদ শাওন

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়