ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঠিক যেন যমজ বোন!

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩০, ৩ জুন ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঠিক যেন যমজ বোন!

টুইটারে ডেমি মুরের পোস্ট করা ছবি

বিনোদন ডেস্ক : সম্প্রতি হলিউড অভিনেত্রী ডেমি মুরের টুইটার অ্যাকাউন্টের একটি ছবিতে ডেমি মুরের সঙ্গে থাকা অন্যজন তার যমজ বোন কিনা, সে সংশয়ে পড়েছিলেন ভক্তরা। কিন্তু আসলে ছবিটি ডেমি মুর ও তার মেয়ে রুমার উইলসের।

 

একজনের থেকে অন্যজন বয়সে প্রায় দ্বিগুণ বড়। কিন্তু ছবিটিতে দেখে বোঝাবার উপায় নেই। দেখে মনে হবে যেন, যমজ বোন! আসলে কিন্তু তা নয়।

 

তবে ছবিতে কে ৫২ বছর বয়সী ডেমি আর কে ২৬ বছর বয়সী রুমার, তা খুঁজে নিতে বেশ ঝঞ্ঝাট পোহাতে হবে। দু’জনেই পরে আছেন নীল জাম্পসুট। চোখে মোটা কালো ফ্রেমের চশমা। খোলা চুল কাঁধের ওপর ছড়ানো। ছবিতে দুজনের অমিলের আভাস মাত্র নেই। অথচ এদের মধ্যেই একজন ডেমি, আর অন্যজন রুমার।

 

পার্থক্য বুঝতে গেলে খুঁটিয়ে দেখতে হবে দু’জনের মুখ। তাহলে ধারণা পাওয়া যাবে কোনজন ডেমি মুর আর কোনজন রুমার উইলস।

 

সম্প্রতি স্যোশাল সাইটে তাদের আলোচিত ছবি (বাঁ দিকে), তাদের সাধারণ ছবি (ডান দিকে)  

 

ছবিটি ইতিমধ্যেই সোশ্যাল সাইটে ভাইরাল। লাইকও পেয়েছে প্রচুর। মেয়ে রুমারও সেটিকে রিটুইট করেছেন, পাশাপাশি তিনি তার ইন্সটাগ্রামে পোস্ট করেছেন। সেখানেও লাইক আর কমেন্টের বন্যা বইছে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩ জুন ২০১৫/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়