ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুধ বিক্রেতা পরীমনি!

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৩, ৬ আগস্ট ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুধ বিক্রেতা পরীমনি!

পরীমনি

রাহাত সাইফুল : চিত্রনায়ক বাপ্পি ও ঢাকাই সিনেমার এই সময়ের সেনসেশন পরীমনি অভিনীত মুক্তি প্রতিক্ষিত সিনেমা লাভার নাম্বার ওয়ান। ৫ আগস্ট বুধবার সিনেমাটির ট্রেইলার প্রকাশিত হয়েছে। এই ট্রেইলারের একটি দৃশ্যে দেখা যাচ্ছে পরী, বাপ্পিকে ডেকে বলছেন, ‘এই যে সাহেব, আমার কাছে খাঁটি দুধ আছে’।


শুধু তাই নয়, পরী ‘পদ্মার টাটকা ইলিশ’ও বিক্রি করছেন। সদ্য মুক্তি পাওয়া লাভার নাম্বার ওয়ান সিনেমার ট্রেইলারের বিভিন্ন দৃশ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রি বিক্রি করতে দেখা গেছে পরীকে।


ফারুক ওমর পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে ২১ আগস্ট। নির্মাতা সূত্রে জানা গেছে, সিনেমাটির মুক্তিকে সামনে রেখে এর ট্রেইলার ইউটিউবে প্রকাশ করা হয়।

 

দুই মিনিট এক সেকেন্ডের এ ট্রেইলারে বাপ্পির অ্যাকশন ও পরীমনির রোমান্স চোখে পড়ার মতো।


সিনেমাটির গল্পে বাপ্পী এবং পরীমনি অভিনয় করছেন ‘বাদশাহ’ ও ‘দোলা’ চরিত্রে। এতে আরো একটি গুরুত্বপূর্ণ চরিত্র ‘প্রিয়া’। এ চরিত্রে অভিনয় করেছেন নবাগত তানিয়া বৃষ্টি। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন মিশা সওদাগর, আলীরাজ, রেহানা জলি, ডি জে সোহেল, আফজাল শরীফ, নজরুল রাজ প্রমুখ।

 


মাতৃছায়া চলচ্চিত্রের ব্যানারে নির্মিত সিনেমাটি এরই মধ্যে সেন্সর ছাড়পত্রও পেয়েছে। এ সিনেমায় গান থাকছে মোট পাঁচটি। গানগুলোর দৃশ্যায়ন করা হয়েছে বাংলাদেশের বিভিন্ন লোকেশনে।

 

দেখুন : লাভার নাম্বার ওয়ান সিনেমার ট্রেইলার

 

 

রাইজিংবিডি/ঢাকা/৬ আগস্ট ২০১৫/রাহাত/রাশেদ শাওন

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়