ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

না ফেরার দেশে সংগীতজ্ঞ খন্দকার নূরুল আলম

আমিনুল ই শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৫, ২২ জানুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
না ফেরার দেশে সংগীতজ্ঞ খন্দকার নূরুল আলম

খন্দকার নূরুল আলম

বিনোদন প্রতিবেদক :  না ফেরার দেশে চলে গেলেন বরেণ্য সুরকার, কণ্ঠশিল্পী খন্দকার নূরুল আলম। আজ শুক্রবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সংগীতজ্ঞ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। গুণী এই সংগীতজ্ঞের প্রয়াণে সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

গতকাল বৃহস্পতিবার (২১ জানুয়ারি) অসুস্থ বোধ করলে খন্দকার নূরুল আলমকে রাজধানীস্থ ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় মৃত্যুবরণ করেন। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
 
বুদ্ধিজীবী কবরস্থান অথবা বনানী কবরস্থানে খন্দকার নূরুল আলমের দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই সংগীতশিল্পী সৃষ্টি করে গেছেন চোখ যে মনের কথা বলে (যে আগুনে পুড়ি), এতো সুখ সইবো কেমন করে, তুমি এমনই জাল পেতেছো সংসারে, এ অাঁধার কখনও যাবে না মুছে, আমি চাঁদকে বলেছি আজ রাতে, কাঠ পুড়লে কয়লা হয় শিরোনামের জনপ্রিয় অসংখ্য গানের। শাস্তি, শংখনীল কারাগার সিনেমার মতো দর্শকনন্দিত চলচ্চিত্রের সংগীত পরিচালনাও করেছেন তিনি।


রাইজিংবিডি/ঢাকা/২২ জানুয়ারি ২০১৬/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়