বাবা-ছেলের খুনসুটি (ভিডিও)
মারুফ খান || রাইজিংবিডি.কম
শাহরুখ খান এবং আবরাম
বিনোদন ডেস্ক : গতকাল কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কিংস ইলেভেন পাঞ্জাব এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচ। ম্যাচে নিজের দল কলকাতা নাইট রাইডার্সকে উৎসাহ দিতে ছেলে আবরামকে নিয়ে মাঠে হাজির হয়েছিলেন বলিউড কিং শাহরুখ খান।
খেলার মাঝে বাবা-ছেলের মধ্যে তেমন কোনো ঘটনা চোখে না পড়লেও খেলার পর ঠিকই খুনসুটিতে মেতে ছিলেন তারা। খেলা শেষে মাঠে নেমে বাবার সঙ্গে খেলছিলেন আবরাম। এক সময় বোতল থেকে মুখে পানি নিয়ে বাবার মুখে দেয় সে। বাবাও দুষ্টুমিতে কম যান না। শাহরুখও বোতল থেকে মুখে পানি নিয়ে ছেলের মুখে ছুড়ে দেয়।
খেলার ছলে দুজনই বেশ আনন্দ করছিলেন। তাছাড়া স্টেডিয়ামে এসে নিজের দলের জয় দেখে খুশিতেই ছিলেন বলিউড কিং।
ভিডিও………
রাইজিংবিডি/ঢাকা/৫ মে ২০১৬/মারুফ
রাইজিংবিডি.কম