ঢাকা     শনিবার   ০৪ মে ২০২৪ ||  বৈশাখ ২১ ১৪৩১

‘যে গল্পে ভালোবাসা নেই’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৪, ১৪ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘যে গল্পে ভালোবাসা নেই’

‘যে গল্পে ভালোবাসা নেই’ সিনেমার দৃশ্য

রাহাত সাইফুল : রয়েল খান পরিচালিত চলচ্চিত্র ‘যে গল্পে ভালোবাসা নেই’। এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন সুমিত-তানহা ও ফিরোজ শাহী-ইশারা।

অনেকদিন আগেই শেষ হয়েছে এ সিনেমার শুটিং। আগামী ২০ জানুয়ারি সিনেমাটি সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে। ইতোমধ্যে প্রচারণায় নেমেছেন সিনেমাটির নায়ক-নায়িকাসহ অন্যান্য কলাকুশলীরা। সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে পোস্টার সাঁটানোর কাজে অংশ নিয়েছেন তারা।

সিনেমা প্রসঙ্গে পরিচালক রয়েল খান রাইজিংবিডিকে বলেন, ‘‘যে গল্পে ভালোবাসা নেই’ সিনেমায় দুইটি দাম্ভিক পরিবারের গল্প নিয়ে কাহিনি এগিয়ে গেছে। একটি চৌধুরী পরিবার, অন্যটি খান পরিবার।’

তিনি আরো বলেন, ‘বর্তমানে সিনেমার অবস্থা তেমন ভালো না। তাই সিনেমাটির শুটিং শেষ হলে ভালো দিনক্ষণের জন্য একটু সময় নিয়েছি। সবকিছু বিবেচনা করে আগামী ২০ জানুয়ারি সিনেমাটি সারা দেশে মুক্তি দিচ্ছি। আশা করছি, দর্শক সাড়া পাব।’

এ প্রসঙ্গে নবাগত চিত্রনায়িকা তানহা মৌমাছি রাইজিংবিডিকে বলেন, ‘‘এর আগে আমার অভিনীত ‘অনেক দামে কেনা’ সিনেমাটি মুক্তি পেয়েছে। কিন্তু ‘যে গল্পে ভালোবাসা নেই’ সিনেমাটি নিয়ে আমি একটু বেশি এক্সসাইটেড। কারণ এটিই আমার অভিনীত প্রথম সিনেমা। সিনেমাটি মুক্তি দিতে একটু বিলম্ব হয়েছে। তাছাড়া কাজও দারুণ হয়েছে। আশা করছি, দর্শক আমাকে ভালোভাবেই গ্রহণ করবেন।’’



ড্রিমস আনলিমিটেডের প্রযোজনায় এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- সুমিত-তানহা ও ফিরোজ শাহী-ইশারা ছাড়াও দিতি, ফারুক মজুমদার, শিরিন বকুল, মিশা সওদাগর, জিয়া প্রমুখ।

কক্সবাজার, পুবাইল, টাঙ্গাইল জমিদার বাড়িসহ দেশের বিভিন্ন লোকেশনে এ সিনেমার শুটিং হয়েছে। এতে মোট পাঁচটি গান রয়েছে। গানগুলোর সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন।



রাইজিংবিডি/ঢাকা/১৪ জানুয়ারি ২০১৭/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়