ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাইগার জিন্দা হ্যায়’র সাফল্যের কারণ জানালেন সালমান

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৩, ২৮ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টাইগার জিন্দা হ্যায়’র সাফল্যের কারণ জানালেন সালমান

ক্যাটরিনা কাইফ ও সালমান খান

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ। দীর্ঘ পাঁচ বছর পর টাইগার জিন্দা হ্যায় সিনেমায় জুটি বেঁধেছেন তারা। আর ফিরেই বক্স অফিসে বাজিমাত। একের পর এক রেকর্ড গড়ে মাত্র পাঁচ দিনে শুধু ভারতীয় বক্স অফিসে সিনেমাটি আয় করেছে ১৭৩ কোটি রুপি।

 

আলী আব্বাস জাফর পরিচালিত সিনেমা টাইগার জিন্দা হ্যায়। এতে সালমান-ক্যাটরিনার অ্যাকশন মুগ্ধ করছে দর্শকদের। বিশেষ করে সালমানকে বেশ কিছু অ্যাকশন দৃশ্যে দেখা গেছে যা তাকে আগে কখনোই দেখা যায়নি। তবে বক্স অফিসে এ সিনেমার সাফল্যের সম্পূর্ণ কৃতিত্ব নায়িকাকে দিয়েছেন সালমান খান। এ অভিনেতার মতে, ক্যাটরিনার জন্যেই সিনেমাটি এতো ভালো ব্যবসা করছে। 

সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে সিনেমা নিয়ে আলাপকালে সালমান খান বলেন, ‘টাইগার জিন্দা হ্যায় ভালো চলছে এর পেছনে একটিই কারণ তা হলো ক্যাটরিনা কাইফ। সিনেমায় তার অসাধারণ অ্যাকশন দৃশ্যগুলো আপানারা কি দেখেননি?’ 

এদিকে কয়েকদিন পরেই আসছে নতুন বছর। আগামী বছরের পরিকল্পনা জানতে চাওয়া হলে এ অভিনেতা বলেন, ‘এই বছরের এখনো কয়েকদিন বাকি রয়েছে। আগে এগুলোই শান্তিতে কাটাতে দিন, তারপর আগামী বছরের কথা চিন্তা করব।’

২০১২ সালে মুক্তিপ্রাপ্ত এক থা টাইগার সিনেমার সিক্যুয়েল টাইগার জিন্দা হ্যায়। বড়দিন উপলক্ষে ২২ ডিসেম্বর মুক্তি পায় এটি। ভারতে ৪ হাজার ৬০০ এবং ভারতের বাইরে ১ হাজার ১০০ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ১৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি। মাত্র তিন দিনেই এটি আয় করে ১০০ কোটি রুপি। এছাড়া প্রথম সপ্তাহে আয় ২০০ কোটি রুপি ছাড়িয়ে যাবে বলে মনে করছেন বক্স অফিস বিশ্লেষকরা।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৮ ডিসেম্বর ২০১৭/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়