আমজাদ হোসেনকে সর্বস্তরের শ্রদ্ধা
আমজাদ হোসেনকে শ্রদ্ধা নিবেদন (ছবি : শাহীন ভূঁইয়া)
বিনোদন প্রতিবেদক : কেন্দ্রীয় শহীদ মিনারে বরেণ্য চলচ্চিত্রকার আমজাদ হোসেনকে শ্রদ্ধা নিবেদন করেছেন সাংস্কৃতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষ।
গুণী এ নির্মাতার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন- সৈয়দ হাসান ইমাম, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, মামুনুর রশীদ, রামেন্দ্র মজুমদার, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, আবুল কালাম আজাদ, গাজী মাজহারুল আনোয়ার, ফকির আলমগীর, রোকেয়া প্রাচী, সালাহউদ্দিন লাভলু, এস এ হক অলিক, অভিনেতা আবদুল আজিজ, চিত্রনায়ক হেলাল খান, ম হামিদ, মুশফিকুর রহমান গুলজার, সেক্টর কমান্ডার ফোরাম, মুক্তিযোদ্ধা ৭১, টেলিভিশন প্রডিউসার সংঘ, অভিনয়শিল্পী সংঘ, শিল্পকলা একাডেমী, আরটিভি, প্রাচ্যনাট, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
গতকাল সন্ধ্যায় এ নির্মাতার মরদেহ থাইল্যান্ড থেকে দেশে আনা হয়। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে আমজাদ হোসেনের মরদেহ বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও চ্যানেল আইয়ের কার্যালয়ে নেয়া হবে। তার কর্মস্থল বিএফডিসি-তে জানাজা অনুষ্ঠিত হবে। ঢাকায় জানাজা শেষে আমজাদ হোসেনের মরদেহ নিয়ে যাওয়া হবে জামালপুর। কিংবদন্তি এই চলচ্চিত্রকারের শেষ ইচ্ছানুযায়ী জামালপুরেই সমাহিত হবেন তিনি।
গত ১৮ নভেম্বর নিজ বাসভবনে আমজাদ হোসেন অসুস্থ হয়ে পড়লে তাকে বেসরকারি একটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তায় উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ড নেয়া হয়। গত ১৪ ডিসেম্বর সেখানকার স্থানীয় সময় ২টা ৫৭ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৯৬১ সালে ‘হারানো দিন’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন আমজাদ হোসেন। পরবর্তী সময়ে চিত্রনাট্য রচনা ও পরিচালনায় মনোনিবেশ করেন। ১৯৬৭ সালে ‘আগুন নিয়ে খেলা’ চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক ঘটে তার। এরপর ‘নয়নমনি’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘ভাত দে’ নির্মাণ করে প্রশংসা কুড়ান। টেলিভিশন নাটক, গান, কথাসাহিত্যেও আমজাদ হোসেন গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
রাইজিংবিডি/ঢাকা/২২ ডিসেম্বর ২০১৮/মারুফ
রাইজিংবিডি.কম