ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তিশা-সিয়ামের ‘তোমাকে চাই’ (ভিডিও)

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০০, ৮ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তিশা-সিয়ামের ‘তোমাকে চাই’ (ভিডিও)

বিনোদন ডেস্ক : পরিচালক তৌকীর আহমেদের ষষ্ঠ সিনেমা ‘ফাগুন হাওয়ায়’। ভাষা আন্দোলন নিয়ে নির্মিত সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা ও সিয়াম আহমেদ। আগামী ১৫ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।

মুক্তি উপলক্ষে সিনেমাটির প্রচারে ব্যস্ত সময় পার করছেন এর কলাকুশলীরা। প্রচারের অংশ হিসেবে ইতোমধ্যে প্রকাশিত হয়েছে সিনেমাটির টিজার ও ট্রেইলার। যা দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলেছে। এবার প্রকাশিত হলো সিনেমাটির প্রথম গান। ‘তোমাকে চাই’ শিরোনামের গানটির কথা ও সুর করেছেন পিন্টু ঘোষ। রোমান্টিক ঘরানার গানটিতে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন সুকন্যা মজুমদার ও পিন্টু। এ প্রতিবেদন লেখা পর্যন্ত গানটি ইউটিউবে ২ লাখ ৬৩ হাজারের বেশিবার দেখা হয়েছে।

‘ফাগুন হাওয়ায়’ সিনেমায় প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও সিয়াম আহমেদ। এতে সিয়ামের চরিত্রের নাম নাসির। দীপ্তি চরিত্রে অভিনয় করেছেন তিশা। পাকিস্তানি পুলিশ কর্মকর্তা জামশেদ চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা যশপাল শর্মা। এছাড়াও অভিনয় করেছেন-আবুল হায়াত, আফরোজা বানু, ফারুক হোসেন, ফজলুর রহমান বাবু, সাজু খাদেম, রওনক হাসান, আজাদ সেতু, আবদুর রহিম, হাসান আহমেদসহ অনেকে।

টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত ‘ফাগুন হাওয়ায়’ সিনেমাটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম।  টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, হোম অ্যাপ্লায়েন্স ও অটোমোবাইল পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন।

দেখুন : ‘তোমাকে চাই’ গানটি।



রাইজিংবিডি/ঢাকা/৮ ফেব্রুয়ারি ২০১৯/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়