ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সবার উপরে ‘রাউডি বেবি’ (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৭, ৭ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সবার উপরে ‘রাউডি বেবি’ (ভিডিও)

ধানুশ ও সাই পল্লবী অভিনীত মারি-টু। এই সিনেমার ‘রাউডি বেবি’ গানটি প্রকাশের পর বেশ সাড়া ফেলেছিল।

এদিকে চলতি বছরের ‘মোস্ট ট্রেন্ডিং মিউজিক ভিডিওস ইন ইন্ডিয়া’-এর তালিকা প্রকাশ করেছে ইউটিউব। এতে সবার উপরে রয়েছে ‘রাউডি বেবি’। শুধু তাই নয়, বিশ্বের সবচেয়ে দেখা গানের তালিকায় এটি সপ্তম স্থানে রয়েছে।

‘রাউডি বেবি’ গানে কণ্ঠ দিয়েছেন ধানুশ এবং ধী। গানের কম্পোজ করেছেন যুবান শংকর রাজা। কোরিওগ্রাফি করেছেন প্রভুদেবা।

মোস্ট ট্রেন্ডিং মিউজিক ভিডিও’র তালিকায় আরো আছে ধ্বনি ভানুশালির ‘বাস্তে’, গায়ক টনি কাক্করের ‘কোকা কোলা’ ও ‘ধীমে ধীমে’, অরিজিৎ সিংয়ের ‘বে মাহি’, সত্যমেভ জয়তে সিনেমার ‘সাকি সাকি’ এবং ভিকি কৌশল ও নোরা ফাতেহি অভিনীত ‘পস্তাওগে’। পাশাপাশি ‘লেহেঙ্গা’ ও ‘কোকা’ পাঞ্জাবি গান দুটিও তালিকায় জায়গা করে নিয়েছে।

ভারতে ইউটিউবের কনটেন্ট পার্টনারশিপ বিভাগের পরিচালক সত্য রাঘবন বলেন, গত কয়েক বছর ধরে ভিডিও মাধ্যম ভারতীয়দের খুবই আকর্ষণ করছে। এতে তাদের মনের কল্পনাগুলো ফুটে উঠছে। ভারতে ইউটিউবের এক যুগের পথচলায় ২০১৯ সাল এটিই প্রমাণ করেছে, নানা ক্ষেত্রেই এটি এগিয়ে যাবে।

দেখুন: ‘রাউডি বেবি’ গানটি


 

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়