ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চুলের ক্রাইসিসে ভুগছেন মিশু সাব্বির!

প্রকাশিত: ১১:২৮, ২৫ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চুলের ক্রাইসিসে ভুগছেন মিশু সাব্বির!

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মিশু সাব্বির। বিভিন্ন সময় তাকে বিভিন্ন চরিত্রে দেখা গেছে। এবার টাক মাথা নিয়ে তিনি হাজির হতে যাচ্ছেন। আসছে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে টেকো মানুষের গল্প নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘স্টেডিয়াম’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির।

আরেফিন অমির পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, চাষী আলম, মারজুক রাসেল ও রিয়া। বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। নাটকটি ক্লাব ইলাভেনের ইউটিউব চ্যানেলসহ একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে নির্মাতাসূত্রে জানা গেছে। 

এ প্রসঙ্গে কাজল আরেফিন অমি বলেন, ‘ভালোবাসা দিবসে বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড, স্বামী-স্ত্রীর বিভিন্ন গল্পের কাজ দেখে থাকি।কিন্তু অনেক মানুষ রয়েছে, যাদের প্রেমিকা নাই, স্ত্রীও নাই।তাই তাদের ভালোবাসা দিবস উদযাপন করার মতো কিছু থাকে না। এই মানুষগুলো কী করবে? তাদেরও বিনোদন দরকার। সেই চিন্তা থেকেই ‘স্টেডিয়াম’ বানিয়েছি। টুকটাক প্রেম, সোশ্যাল বার্তা, ক্রাইসিস সবকিছুই থাকবে। তবে গল্পের মূল প্লট হচ্ছে- একজন মানুষের চুলের ক্রাইসিস। আশা করি, নাটকটি দর্শকদের ভালো লাগবে।’

‘স্টেডিয়াম’ নাটকটির ব্যাপ্তী ৪৫ মিনিট। এছাড়াও আরও পাঁচটি নাটক নির্মাণ করেছেন অমি। নাটকগুলো ভালোবাসা দিবসে প্রচার হবে বলে জানান এই নির্মাতা।


ঢাকা/রাহাত সাইফুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়