ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শাহরুখ খানের বোন মারা গেছেন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৩, ২৯ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শাহরুখ খানের বোন মারা গেছেন

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বোন নূর জেহান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।

নূর জেহান শাহরুখের চাচাতো বোন। দীর্ঘদিন ধরে ওরাল ক্যানসারে ভুগছিলেন তিনি। পাকিস্তানের পেশোয়ারে বাস করতেন। সেখানেই তার মৃত্যু হয়েছে। বলিউডলাইফ এই তথ্য জানিয়েছে।

নূর জেহান পেশোয়ারের কিসা খওয়ানি এলাকার বাসিন্দা। স্থানীয় ডিস্ট্রিক ও টাউন কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এমনকি ২০১৮ সালে পাকিস্তানের জাতীয় নির্বাচনে পিকে-৭৭ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। শেষ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করে নেন তিনি।

জেহানের স্বামী আসিফ বুরহান জানান, অনেক আগে শাহরুখ দুইবার পাকিস্তানের পেশোয়ারে বেড়াতে গিয়েছিলেন। অন্যদিকে ১৯৯৭ ও ২০১১ সালে এই অভিনেতার বাড়িতে গিয়েছিলেন জেহান। এ সময় সঙ্গে আসিফও ছিলেন। 


ঢাকা/মারুফ/তারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়