ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রহস্য বেড়েছে ‘ঊনপঞ্চাশ বাতাস’-এর ট্রেইলারে (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০২, ২৩ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রহস্য বেড়েছে ‘ঊনপঞ্চাশ বাতাস’-এর ট্রেইলারে (ভিডিও)

গুণী নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের প্রথম সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’।  সিনেমাটির পোস্টার প্রকাশের পরই রহস্য জট বেঁধেছিল। পাশাপাশি প্রশংসাও কুড়ায় এটি। তারপর টিজার, গান প্রকাশের পর দর্শক মহলে সাড়া ফেলে। এবার প্রকাশিত হলো সিনেমাটির ট্রেইলার।

গতকাল সন্ধ্যায় ৩ মিনিট ১ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেইলার প্রকাশের পর পুরোনো রহস্য খেলাসা হয়নি বরং রহস্যের জাল আরো ছড়িয়েছে। ট্রেইলারের দৃশ্য ও সংলাপের বেড়াজাল নতুন করে ভাবিয়ে তুলেছে দর্শকদের। কেউ কেউ প্রশ্ন তুলেছেন সিনেমাটি কি ভৌতিক নাকি সায়েন্সফিকশন, না রোমান্টিক? এ প্রশ্নের উত্তরে আপাতত কুঁলুপ আঁটলেও নির্মাতা উজ্জ্বল আগেই বলেছিলেন—‘এটা কাঁচের যুগের সিনেমা নয়’। 

‘ঊনপঞ্চাশ বাতাস’ চলচ্চিত্রের গল্পের মূল চরিত্র অয়ন ও নীরা। এ দুটি চরিত্র রূপায়ন করেছেন ইমতিয়াজ বর্ষণ ও শার্লিন ফারজানা। পরিচালনার পাশাপাশি ‘ঊনপঞ্চাশ বাতাস’-এর কাহিনি, সংলাপ, চিত্রনাট্য, শিল্প নির্দেশনা এবং সংগীত পরিচালনাও করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। শুধু তাই নয়, ফটোগ্রাফি এবং পোস্টার ডিজাইনও তার করা। আগামী ১৩ মার্চ সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

প্রযোজনা প্রতিষ্ঠান রেড অক্টোবরের ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করছেন আসিফ হানিফ, নির্বাহী প্রযোজকের দায়িত্বে আছেন সৈয়দা শাওন।

দেখুন:

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়