ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘ওই দেখ আকাশে খুশিতে চাঁদ হাসে’

প্রকাশিত: ০৮:৫৪, ২৩ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘ওই দেখ আকাশে খুশিতে চাঁদ হাসে’

ঈদুল ফিতর উপলক্ষে বিএফইউজে-এর সভাপতি মোল্লা জালাল নতুন একটি গান লিখেছেন। ‘ওই দেখ আকাশে খুশিতে চাঁদ হাসে’ শিরোনামের গানটির সুরও করেছেন মোল্লা জালাল। ইবরার টিপুর সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন ইবরার টিপু, সাব্বির জামাল ও বিন্দু কনা।

গানটি নিয়ে ভীষণ আশাবাদী গীতিকার মোল্লা জালাল। ঈদুল ফিতরে গানটি দেশের বিভিন্ন টিভি চ্যানেলে, রেডিও, সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে গানটি শ্রোতা-দর্শকরা শুনতে পারবেন।

এ গান প্রসঙ্গে বিন্দু কনা বলেন, ‘এবারই প্রথম ঈদ নিয়ে গান করেছি। গানের কথাগুলো ভীষণ ভালো লেগেছে। সুরটাও অসাধারণ। ইবরার টিপু বাসায় নিজের স্টুডিওতে এর সংগীতায়োজন করেছেন, তাই নিজে দেখেছি কতটা শ্রম দিয়ে তিনি গানটি করেছেন। আমরা তিনজনেই আমাদের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে গানটি গেয়েছি। আমার বিশ্বাস গানটি শ্রোতাদের ভীষণ ভালো লাগবে।’

 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়