ঢাকা     সোমবার   ০৬ মে ২০২৪ ||  বৈশাখ ২৩ ১৪৩১

সুশান্তকে নিয়ে পরিবারের খোলা চিঠি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৩, ২৭ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সুশান্তকে নিয়ে পরিবারের খোলা চিঠি

সুশান্ত সিং রাজপুত

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। গত ১৪ জুন নিজ ফ্ল্যাটে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। জনপ্রিয় এই অভিনেতাকে নিয়ে একটি খোলা চিঠি লিখেছে তার পরিবার।

সুশান্তকে নিয়ে এতে লেখা, ‘সে ছিল স্বাধীনচেতা, বাচাল প্রকৃতির এবং খুবই বুদ্ধিমান। সবকিছু্তেই ছিল তার কৌতূহল। সকল বাধার উর্ধ্বে সে স্বপ্ন দেখত এবং সাহসিকতার সঙ্গে সেই স্বপ্নের পেছনে ছুটত। তার হাসিতে ছিল সরলতা। পরিবারের গর্ব ও অনুপ্রেরণা ছিল সে। তার কাছে টেলিস্কোপ ছিল সবচেয়ে দামি জিনিস। এটি দিয়ে সে আকাশের তারা দেখত।’

এই অভিনেতার মৃত্যুতে পরিবারে অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে জানিয়ে লেখা হয়েছে, ‘তার হাসি আর শুনতে পাব না, আমরা এটি মেনে নিতে পারছি না। তার জ্বলজ্বলে চোখ আমার দেখতে পাব না। বিজ্ঞান নিয়ে তার বক্তব্য আর শুনব না। তাকে হারিয়ে পরিবারে একটি স্থায়ী শূন্যতা তৈরি হয়েছে, যা আর কখনোই পূরণ হবে না। প্রতিটি ভক্ত তার অন্তরে ছিল এবং সবাইকে সত্যিই অনেক ভালোবাসত।’  

সুশান্তের নামে একটি ফাউন্ডেশন গড়ার সিদ্ধান্ত নিয়েছে পরিবার। এ প্রসঙ্গে খোলা চিঠিতে লেখা হয়েছে, ‘তার স্মৃতির প্রতি সম্মান জানাতে পরিবারের পক্ষ থেকে সুশান্ত সিং রাজপুত ফাউন্ডেশন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে তার প্রিয় বিষয়— সিনেমা, বিজ্ঞান ও খেলধুলায় আগ্রহী প্রতিভাবান তরুণদের সাহায্য করা হবে। পাটনায় রাজিব নগরে তার শৈশবের বাড়ি মেমোরিয়াল হিসেবে গড়ে তোলা হবে। ভক্ত ও অনুসারীদের জন্য তার স্মৃতিবিজড়িত জিনিস— হাজার হাজার বই, টেলিস্কোপ, ফ্লাইট সিমুলেটর ইত্যাদি সেখানে সংরক্ষিত থাকবে। তার স্মৃতি অক্ষত রাখতে এখন থেকে তার ইনস্টাগ্রামে, টুইটার ও ফেসবুক লিগ্যাসি অ্যাকাউন্ট হিসেবে আমরা ব্যবহার করব। তার জন্য প্রার্থনা করার জন্য আবারো সবাইকে ধন্যবাদ।’

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়