ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেয়ের জন্য অভিষেকের প্রতিজ্ঞা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩৯, ২৮ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মেয়ের জন্য অভিষেকের প্রতিজ্ঞা

মেয়ের সঙ্গে অভিষেক বচ্চন

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে দাম্পত্য জীবনে তার একমাত্র সন্তান আরাধ্য।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেতা জানিয়েছেন, মেয়ের জন্য একটি প্রতিজ্ঞা করেছেন তিনি, আর তা হলো কখনোই সিনেমায় অন্তরঙ্গ দৃশ্য করবেন না।

অভিষেক বচ্চন বলেন, “কিছু নির্দিষ্ট সিনেমা ও দৃশ্য আমি কখনোই করতে স্বস্তিবোধ করি না। আমি এমন কিছু করব না, যা দেখে আমার মেয়ে অস্বস্তিবোধ করবে এবং তার মনে প্রশ্ন জাগবে, ‘এগুলো কি হচ্ছে?”

তিনি আরো বলেন, ‘আমি রোমান্টিক দৃশ্যগুলোর সময় খুবই অস্বস্তিবোধ করি। কোনো অন্তরঙ্গ দৃশ্যে স্বস্তিবোধ করি না। আমার মনে হয়, তার চেয়ে না করাই ভালো। সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার আগেই পরিচালককে বলে দিই, কোনো অন্তরঙ্গ দৃশ্য থাকলে আমি তা করব না, সুতরাং সিদ্ধান্ত আপনার।’

অভিষেক জানান, শর্তের জন্য তার অনেক সিনেমা হাতছাড়া হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কোনো অনুশোচনা নেই। কারণ আমার কিছু ক্রিয়েটিভ দর্শন ছিল, অন্যদিকে প্রযোজক-পরিচালকদেরও কিছু চিন্তাভাবনা থাকে, তারা সমঝোতা করতে চায়নি এবং আমিও সিদ্ধান্তের প্রতি পুরো শ্রদ্ধাশীল ছিলাম।’

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়