ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শাওনের পায়ের আঙুলে চিড় ধরেছে

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৪, ১৭ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
শাওনের পায়ের আঙুলে চিড় ধরেছে

করোনা প্রকোপের শুরু থেকে ঘরবন্দি সময় পার করছিলেন অভিনেত্রী-সংগীতশিল্পী মেহের আফরোজ শাওন। গত ১৩ আগস্ট রাতে বাথরুমে ঢুকতে গিয়ে হোচট খেয়ে ডান পায়ে ব‌্যথা পান তিনি। তারপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব‌্যথানাশক ওষুধ সেবন করেন। সেই সঙ্গে পুরোপুরি বিশ্রামে ছিলেন। ব‌্যথাও অনেকটা কমে গিয়েছিল।

এদিকে গতকাল (১৬ আগস্ট) নগরীর ট্রমা সেন্টার অ্যান্ড অর্থোপেডিক হাসপাতালে গিয়েছিলেন শাওন। সেখানে এক্সরে করে জানতে পারেন, তার ডান পায়ের কনিষ্ঠা আঙুলের গোড়ায় ফ্র্যাকচার (চিড়) হয়েছে। এরপর ডান পা প্লাস্টার করে দিয়েছেন চিকিৎসক। এখন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতে পুরোপুরি বিশ্রামে রয়েছেন তিনি।    

শাওন বলেন—ওয়াশরুমের দরজার নিচের বিটে ডান পায়ের ধাক্কা লাগে। প্রথমে ভেবেছিলাম মচকে গেছে, এখন দেখি ডান পায়ের কনিষ্ঠা আঙুলের গোড়ালিতে ফ্র্যাকচার হয়েছে। ঘটনাটি খুব ফালতুভাবে ঘটে গেল।

শাওন হাসপাতালে তোলা বেশ কিছু ছবি তার ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করেছেন। এতে ক‌্যাপশনে লিখেছেন—উনি হয়তো ভেবেছিলেন, ভাঙবো কিন্তু মচকাবো না।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়