ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রভাসের সঙ্গী সাইফ আলী খান

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৮, ১৯ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
প্রভাসের সঙ্গী সাইফ আলী খান

গতকাল (১৮ আগস্ট) পরিচালক ওম রাউত তার নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন। ‘আদিপুরুষ’ নামে অ‌্যাকশন-থ্রিলার ঘরানার এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন ‘বাহুবলি’ সিনেমাখ‌্যাত অভিনেতা প্রভাস।

প্রভাস ছাড়াও এ সিনেমায় বলিউডের বেশ কজন গুণী শিল্পী অভিনয় করবেন বলে জানান ওম। কিন্তু বলিউডের কে কে অভিনয় করবেন তা কিছু জানাননি এই নির্মাতা। এদিকে আজ (১৯ আগস্ট) বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানিয়েছে, সিনেমাটিতে প্রভাসের সঙ্গী হচ্ছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান।

এই প্রজেক্টের ঘনিষ্ঠ একটি সূত্র সংবাদমাধ‌্যমটিকে বলেন—হ‌্যাঁ, আদিপুরুষ সিনেমায় সাইফ আলী খান অভিনয় করবেন। ‘তানহাজি: দ্য আন সাং ওয়ারিয়র’ সিনেমায় সাইফের অভিনয় দেখে পরিচালক ওম তার দ্বিতীয় চলচ্চিত্রেও তাকে নিতে আগ্রহ প্রকাশ করেছেন।

সিনেমাটিতে সাইফ আলীর চরিত্র প্রসঙ্গে সূত্রটি বলেন—সাইফের চরিত্র ভালো বলেই তিনি এতে অভিনয়ের সম্মতি দিয়েছেন। সম্ভবত পরিচালক সাইফ আলীকে দিয়ে ভিলেনের চরিত্র রূপায়ন করাবেন। সম্ভবত এ সিনেমায় প্রভাসের বিপরীতে সমান গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সাইফ।

যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি নির্মাতারা। খুব শিগগির ঘোষণা আসবে বলেও সূত্রটি জানিয়েছে।

ভারতীয় সংস্কৃতির জনপ্রিয় একটি অধ‌্যায় নিয়ে হিন্দি ও তেলেগু ভাষায় নির্মিত হবে ‘আদিপুরুষ’। পরে তামিল, মালায়ালাম, কন্নড়সহ একাধিক বিদেশি ভাষায় এটি ডাবিং করে মুক্তি দেওয়া হবে।

এটি যৌথভাবে প্রযোজনা করছেন—ভূষণ কুমার, কৃষ্ণ কুমার, ওম রাউত, প্রসাদ সুতার ও রাজেশ নাইর। এখন প্রি-প্রোডাকশনের কাজ চলছে। ২০২১ সালে সিনেমাটির শুটিং শুরু হবে। ২০২২ সালে এটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়