ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বেকার বলে খোঁচা, অভিষেকের পাল্টা জবাব

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪১, ১ অক্টোবর ২০২০   আপডেট: ১২:৪৪, ১ অক্টোবর ২০২০
বেকার বলে খোঁচা, অভিষেকের পাল্টা জবাব

বলিউডের ‘বিগ বি’খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চন। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে একাধিক দর্শকপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা উপহারও দিয়েছেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই অভিনয় নিয়ে কটাক্ষ শুনতে হয় তাকে।

আগামী ১৫ অক্টোবর থেকে ভারতে প্রেক্ষাগৃহ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি পোস্ট করেন অভিষেক। তিনি লেখেন, ‘এই সপ্তাহের সবচেয়ে ভালো খবর।’ কিন্তু এই টুইটের পরিপ্রেক্ষিতে একজন কটাক্ষ করে লেখেন, ‘কিন্তু এরপরও আপনি কী বেকার থাকবেন না?’

আরো পড়ুন:

জবাবে জুনিয়র বচ্চন লিখেছেন, ‘এটা দুঃখজনক, এটি আপনাদের (দর্শকের) ওপর নির্ভর করে। আপনারা যদি আমাদের কাজ পছন্দ না করেন তাহলে আমরা পরবর্তী কাজ পাব না। তাই আমরা সর্বোচ্চ দক্ষতা দিয়ে কাজ করি এবং সর্বোচ্চ কিছু পাওয়ার আশা ও প্রার্থনা করি।’

সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে অভিষেক বচ্চন অভিনীত ওয়েব সিরিজ ‘ব্রিথ: ইনটু দ্য স্যাডো’। এতে অভিনয়ের জন্য বেশ প্রশংসাও পেয়েছেন তিনি। বর্তমানে ‘দ্য বিগ বুল’ সিনেমার শুটিং করছেন তিনি। এছাড়া ‘বব বিশ্বাস’ সিনেমায় দেখা যাবে তাকে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়