ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নেহা কি বিয়ে করছেন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০০, ৬ অক্টোবর ২০২০   আপডেট: ১৩:০১, ৬ অক্টোবর ২০২০
নেহা কি বিয়ে করছেন

জনপ্রিয় গায়িকা নেহা কাক্কর। গুঞ্জন উঠেছে, রোহানপ্রীতের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি।

‘মুঝসে শাদি কারোগি’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে বিশেষ খ্যাতি পেয়েছেন রোহানপ্রীত। নেহার সঙ্গে একটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কিছু রোমান্টিক ছবি দেখা যায়। এছাড়া একটি ছবির ক্যাপশনে রোহানপ্রীত লিখেছেন, ‘সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা।’ এখানেই শেষ নয়, একটি ভিডিওতে তাদের আংটি বদল করতেও দেখা গেছে। এরপর থেকেই মূলত তাদের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, আগামী ২৪ অক্টোবর সাত পাকে বাঁধা পড়বেন নেহা ও রোহানপ্রীত। যদিও বিষয়টি নিয়ে তাদের দু’জনের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে নেহার ঘনিষ্ঠ একজন বন্ধু বলিউড হাঙ্গামাকে বলেন, ‘নেহা বিয়ে করছেন না। রোহানপ্রীতের বিষয়টি এর আগে আদিত্য নারায়ণের সঙ্গে বিয়ের মতোই গুজব। আমি বুঝতে পারি না নেহা কেন এই ধরনের সস্তা প্রচারে নিজেকে শামিল করে। সবচেয়ে বড় কথা, মিডিয়া বারবার কেন একই ধরনের কথা বিশ্বাস করে?’

নেহা কাক্কর ও গায়ক-অভিনেতা আদিত্য নারায়ণের প্রেম ও বিয়ের গুঞ্জন নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। পরবর্তী সময়ে জানা যায়, এটি একটি স্টান্টবাজি ছাড়া কিছু নয়। এছাড়া এক সাক্ষাৎকারে নেহা বলেন, ‘আদিত্য নারায়ণের মন খুবই উদার। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমার প্রিয় বন্ধুটি এই বছরই তার দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করছে। আমি তাদের সুখী জীবন কামনা করছি এবং তারা যেন দীর্ঘদিন একসঙ্গে থাকে।’

ঢাকা/মারুফ

সর্বশেষ

পাঠকপ্রিয়