ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বেঁচে থাকলে আবার দেখা হবে: শ্রাবন্তী

বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৯, ১ নভেম্বর ২০২০   আপডেট: ১০:৪৫, ২ নভেম্বর ২০২০
বেঁচে থাকলে আবার দেখা হবে: শ্রাবন্তী

জনপ্রিয় মডেল-অভিনেত্রী ইপশিতা শবনম শ্রাবন্তী। দীর্ঘদিন ধরে মিডিয়া থেকে দূরে রয়েছেন। সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি।

গত ৯ অক্টোবর মায়ের অসুস্থতার কারণে ঢাকায় আসেন শ্রাবন্তী। সম্প্রতি তার মায়ের মৃত্যু হয়। আগামী ৩ নভেম্বর সকালে এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে সন্তানদের নিয়ে ঢাকা ছাড়বেন বলে জানান শ্রাবন্তী।

আরো পড়ুন:

শ্রাবন্তী বলেন, এবারের ঢাকা আসাটা একটু ভিন্ন। ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকের সঙ্গে দেখাও করতে পারিনি। করোনার কারণে এটা সম্ভব হয়নি। ইনশা আল্লাহ, নেক্সট ইয়ারে সবকিছু স্বাভাবিক হলে আবার দেশে আসার ইচ্ছা আছে। বেঁচে থাকলে দেখা হবে।

শ্রাবন্তী প্রায় পাঁচ বছর হলো সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাস করছেন। তিনি অভিনয় দিয়ে জয় করেছিলেন দর্শক হৃদয়। ‘জোছনার ফুল’ ধারাবাহিক নাটকে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। এ ছাড়া ‘রং নাম্বার’ ও ‘ব্যাচেলর’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন।

গত পাঁচ বছরে দুবার বাংলাদেশে এসেছেন শ্রাবন্তী। তার বড় মেয়ে রাবিয়া আলম থার্ড গ্রেডে, ছোট মেয়ে আরিশা আলম কিন্ডারগার্টেনে পড়াশোনা করে।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়