ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মায়ের জন্য দেশে ফিরলেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ১২ অক্টোবর ২০২০   আপডেট: ২০:২২, ১২ অক্টোবর ২০২০
মায়ের জন্য দেশে ফিরলেন শ্রাবন্তী

দুই মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ইপশিতা শবনম শ্রাবন্তী। মায়ের অসুস্থতার খবর পেয়ে দেশে ফিরেছেন এই অভিনেত্রী।

গত ৯ অক্টোবর ঢাকায় পৌঁছান শ্রাবন্তী। বর্তমানে বগুড়ায় গ্রামের বাড়িতে রয়েছেন তিনি। তার মা সেখানেই থাকেন। রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন শ্রাবন্তী।

শ্রাবন্তীর মা মাহমুদা সুলতানা অনেকদিন ধরেই লিভার সিরোসিস ও ডায়াবেটিস রোগে ভুগছেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে বগুড়ার বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। এ অভিনেত্রী তার মায়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

দর্শকপ্রিয় অভিনেত্রী ইপশিতা শবনম শ্রাবন্তী। মডেলিং, অভিনয় সবখানেই দ্যুতি ছড়িয়েছেন তিনি। শিমুলের সঙ্গে শ্রাবন্তীর হেনোলাক্সের বিজ্ঞাপনের কথা আজও মানুষ ভুলেননি। ‘রং নাম্বার’ এবং ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমেও সাড়া ফেলেছিলেন এই অভিনেত্রী।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়