Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০৬ মে ২০২১ ||  বৈশাখ ২৩ ১৪২৮ ||  ২৩ রমজান ১৪৪২

সরে যাচ্ছেন আমির, থাকছেন সাইফ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১০, ১৮ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৮:৪৫, ১৮ ডিসেম্বর ২০২০
সরে যাচ্ছেন আমির, থাকছেন সাইফ

বলিউডের জনপ্রিয় দুই অভিনেতা আমির খান ও সাইফ আলী খান। দীর্ঘদিন পর তামিল ভাষার ‘বিক্রম বেদা’ সিনেমার রিমেকে তাদের একসঙ্গে অভিনয়ের কথা ছিল। কিন্তু সিনেমাটি থেকে সরে যাচ্ছেন আমির।

চলতি বছরের শুরুতে সিনেমাটির ঘোষণা দেওয়া হয়। কিন্তু করোনা মহামারির কারণে এর শুটিং সম্ভব হয়নি। এখন এই সিনেমায় আর অভিনয় করতে চাইছেন না ‘পিকে’ অভিনেতা।

এছাড়া সিনেমাটির শুটিং পিছিয়ে যাওয়ায় এটি নিয়ে অনিশ্চতায় রয়েছেন তিনি। শুরুতে তিনি রাজি হলেও চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার পর তিনি এটি নিয়ে সন্তুষ্ট নন। এজন্য সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অবশ্য, সাইফ এখনো সিনেমাটির সঙ্গে যুক্ত আছেন।

এর আগে সুপারস্টার শাহরুখ খানকে ‘বিক্রম বেদা’ সিনেমার রিমেকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তিনি এতে রাজি হননি।

বর্তমানে ‘লাল সিং চাড্ডা’ সিনেমা নিয়ে ব্যস্ত আমির খান। হলিউডের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার রিমেক এটি। আগামী বছর এটি মুক্তির কথা রয়েছে। এছাড়া ২০২১ সালের মাঝামাঝিতে ‘মুগল’ সিনেমার শুটিং শুরু করবেন আমির।

ঢাকা/মারুফ

সর্বশেষ

পাঠকপ্রিয়