ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মধুচন্দ্রিমায় পূর্ণ হলো উত্তম কুমারের নাতি-নাতবউয়ের ইচ্ছা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৫, ২০ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৬:৫৭, ২০ ডিসেম্বর ২০২০
মধুচন্দ্রিমায় পূর্ণ হলো উত্তম কুমারের নাতি-নাতবউয়ের ইচ্ছা

বাংলা চলচ্চিত্রের ‘মহানায়ক’ খ্যাত অভিনেতা উত্তম কুমার। কয়েকদিন আগে তার নাতি গৌরব চট্টোপাধ্যায় দ্বিতীয়বারের সাতপাকে বাঁধা পড়েছেন প্রেমিকা দেবলীনার সঙ্গে। শহরের কোলাহল ও লাইট-ক্যামেরার অ্যাকশন ছেড়ে মধুচন্দ্রিমায় গিয়েছেন পাহাড়ের দেশ দার্জিলিংয়ে।

গৌরব দাজিংলিংয়ের সেন্ট পলস স্কুলে পড়াশোনা করেছেন। এই স্কুলটি দেবলীনাকে দেখানোর বহুদিনের ইচ্ছা ছিল গৌরবের। অবশেষে মধুচন্দ্রিমায় গিয়ে সেই ইচ্ছা পূর্ণ হলো তাদের। স্মৃতিবিজড়ির সেই স্কুলের সামনে দাঁড়িয়ে স্ত্রীর সঙ্গে ছবি তুলেছেন গৌরব। রোববার (২০ ডিসেম্বর) সকালে সেই ছবি দেবলীনা তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।

ক্যাপশনে দেবলীনা লিখলেন—‘যখন আমাদের সম্পর্কের শুরু, তখন থেকেই গৌরব আমাকে এই জায়গাটি দেখাতে চেয়েছিল। গতকাল (১৯ ডিসেম্বর) শেষমেশ ইচ্ছেপূরণ হলো। গৌরবের হাসি যেন থামছিলই না।’ ছবিতে দেখা যায়, খয়েরি লেদার জ্যাকেট এবং রিপড জিনসে ক্যাজুয়াল লুকে দেবলীনা। অন্যদিকে ক্রিম রঙের লম্বা ঝুলের জ্যাকেট এবং রোদ চশমায় দ্যুতি ছড়াচ্ছেন উত্তম কুমারের নাতবউ।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেবলীনা বলেন—আমার সিনেমার শুটিংয়ের কারণে ভেস্তে গিয়েছিল দার্জিলিং যাওয়ার পরিকল্পনা। তবে শেষমেশ ইচ্ছেপূরণ হলো। নির্ধারিত দিনেই ভালোবাসার মানুষের সঙ্গে পা রেখেছি শৈলশহরে।

আড়াই বছর চুটিয়ে প্রেম করার পর গাঁটছড়া বাঁধেন গৌরব-দেবলীনা। গত ৯ ডিসেম্বর হিন্দু মতে বিয়ে করেন তারা। ১৩ ডিসেম্বর ইসলাম ধর্ম অনুসারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় তাদের। গত ১৫ ডিসেম্বর কলকাতার বাইপাসের ধারে পি সি চন্দ্র গার্ডেনে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেদিন খ্রিষ্টান ধর্ম মতে বিয়ের পর্ব সারেন এই প্রেমিক যুগল।

দেবলীনার প্রথম হলেও গৌরবের এটি দ্বিতীয় বিয়ে। ২০১৩ সালে অভিনেত্রী অনিন্দিতা বসুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন গৌরব। কিন্তু তিন বছর পরই সম্পর্কে ইতি টানেন তারা। কিন্তু দেবলীনার সঙ্গে সম্পর্কে জড়ালেন কীভাবে? এ প্রশ্নের উত্তরে দেবলীনা জানান, গৌরবের বোন মৌ তার বান্ধবী। সেই সূত্রে তাদের পরিচয়। আর মৌয়ের বিয়েতে একসঙ্গে নেচেছিলেন দেবলীনা-গৌরব। তারপর শুরু হয় মনের লেনাদেনা। ধীরে ধীরে শক্ত হয় তাদের সম্পর্কের বাঁধন। দেবলীনা তৃণমূল নেতা দেবাশিস কুমারের মেয়ে।

উত্তম কুমার ও গৌরী দেবী দম্পতির একমাত্র সন্তান গৌতম চট্টোপাধ্যায়। ক্যানসারে আক্রান্ত হয়ে মাত্র ৫৩ বছর বয়সে মারা যান তিনি। গৌতম চট্টোপাধ্যায়ের পুত্র গৌরব চট্টোপাধ্যায়, উত্তম কুমারের একমাত্র নাতি। ১৯৬৩ সালে উত্তম কুমার তার পরিবার ছেড়ে চলে যান। মৃত্যুর আগ পর্যন্ত অর্থাৎ দীর্ঘ ১৭ বছর জনপ্রিয় অভিনেত্রী সুপ্রিয়া দেবীর সঙ্গে বসবাস করেন তিনি।

২০০৬ সালে ‘ভালোবাসার অনেক নাম’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন গৌরব চট্টোপাধ্যায়। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো—‘কে তুমি নন্দিনী’, ‘পথের শেষ কোথায়’, ‘রং মিলান্তি’, ‘ইতি’, ‘কৃষ্ণকান্তের উইল’ প্রভৃতি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়