ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুদিনে ‘অগ্নি’র আয় ২ কোটি ৪০ লাখ

রাশেদ শাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০০, ১৬ ফেব্রুয়ারি ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুদিনে ‘অগ্নি’র আয় ২ কোটি ৪০ লাখ

‘অগ্নি’ চলচ্চিত্রে আরেফিন শুভ ও মাহিয়া মাহি

রাশেদ শাওন
ঢাকা, ১৬ ফেব্রুয়ারি : ঢাকাই সিনেমায় এমন ঘটনা আগে ঘটেনি। মুক্তির দুই দিনের মাথায় কোনো সিনেমার আয় ২ কোটি ছাড়ানো খবর এই প্রথম। আর রেকর্ডটি গড়েছে আরেফিন শুভ ও মাহিয়া মাহি অভিনীত সিনেমা অগ্নি । জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটি গত ১৪ ফেব্রুয়ারি ঢাকাসহ সারা দেশের ৯২টি সিনেমা হলে মুক্তি পায়।

সিনেমাটি মুক্তির দিনেই আয় করে ১ কোটি ২৫ লাখ টাকা। এবং দ্বিতীয়  দিনে আয় করে ১ কোটি ১৫ লাখ টাকা, যা ঢালিউডের ইতিহাসে এবারই প্রথম।

এনামুল করিম আরো জানান, ঢাকার বাইরে উল্লেখযোগ্য সিনেমা হলগুলোর মধ্যে নারায়ণগঞ্জের নিউ মেট্রোতে প্রায় আড়াই লাখ, ডেমরার রানীমহলে প্রায় পৌনে ২ লাখ, টঙ্গীতে প্রায় সোয়া ২ লাখ, যশোরের মনিহারে
প্রায় ২ লাখ, শ্রীপুরের চন্দ্রিমায় প্রায় আড়াই লাখ, সিলেটের নন্দিতায় দেড় লাখ, ময়মনসিংহের ছায়াবাণীতে পৌনে ২ লাখ এবং রাজশাহীর উপহারে দেড় লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে।

এনামুল করিম বলেন, ‘এ ছবির মধ্য দিয়ে দেশের বেশ কিছু সিনেমা হল টিকিট বিক্রির ক্ষেত্রে অতীতের সব রেকর্ড ভেঙে ফেলেছে। যার মধ্যে টঙ্গীর আনারকলি, পটুয়াখালীর তিতাস সিনেমা হল উল্লেখযোগ্য। মুক্তির দ্বিতীয় ও তৃতীয় দিনেও দর্শকদের উপচে পড়া ভিড় আর অভাবনীয় আয় জানিয়ে দিয়েছে অগ্নি সুপার-ডুপার হিট।

ইফতেখার চৌধুরী পরিচালিত অগ্নি ছবিতে আরো অভিনয় করেছেন আলিরাজ, মিশা সওদাগরসহ আরো অনেকে।

 

রাইজিংবিডি / রাশেদ শাওন / ক.কর্মকার

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়