ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শুটিং সেটে স্মৃতিকাতর অমিতাভ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০২, ৯ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৭:০৫, ৯ ফেব্রুয়ারি ২০২১
শুটিং সেটে স্মৃতিকাতর অমিতাভ

বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। বর্তমানে ‘মে ডে’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এই সিনেমার শুটিং সেটে গিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েছেন তিনি।

অমিতাভ যেখানে ‘মে ডে’র শুটিং করছেন সেখানেই ‘দিওয়ার’ সিনেমার দৃশ্যায়ন হয়েছে। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে লোকেশনের কয়েকটি ছবি পোস্ট করে বলিউডের ‘বিগ বি’খ্যাত এই তারকা লিখেছেন, ‘দিওয়ার ১৯৭৫। মে ডে ২০২১। পুরোনো দিনে ফিরে গিয়েছিলাম। একই করিডোর। একই লোকেশন। এখানে অনেক সিনেমারই শুটিং হয়েছে কয়েকটি আমারও। তবে আজ সেই স্মৃতিগুলো ফিরে এসেছে।’

অন্য একটি পোস্টে একটি পুরোনো ভবনের সামনে ছবি পোস্ট করেন অমিতাভ। তিনি জানান, এই স্থানেই শশি কাপুরের সঙ্গে তার বিখ্যাত ‘দিওয়ার’ সিনেমার আইকনিক দৃশ্যের শুটিং করেছিলেন। অমিতাভ লেখেন, ‘পুরোনো দিনে ফিরে গেছি, পেছনের পাথরের পুরোনো ভবনটি দেখা যাচ্ছে। সেখানেই দিওয়ার সিনেমায় পুলিশ অফিসার শশি কাপুর তার ভাই বিজয়কে গুলি করেছিল। আজ একই স্থানে মে ডে সিনেমার শুটিং করছি। ৪২ বছর পর। ১৯৭৯ সালে দিওয়ার মুক্তি পায়, আর এখন ২০২১। অনেক সময়।’

ড্রামা ঘরানার সিনেমা ‘মে ডে’। এটি পরিচালনা করছেন অভিনেতা অজয় দেগবন। পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। অমিতাভ-অজয় ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করছেন রাকুল প্রীত সিং।

ঢাকা/মারুফ

সর্বশেষ

পাঠকপ্রিয়