ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হুমায়ুন ফরীদির গুণমুগ্ধ ছিলেন এটিএম শামসুজ্জামান

প্রকাশিত: ১৫:৫১, ২২ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ২০:১৯, ২২ ফেব্রুয়ারি ২০২১
হুমায়ুন ফরীদির গুণমুগ্ধ ছিলেন এটিএম শামসুজ্জামান

দেশের অভিনয় জগতের উজ্জ্বল নক্ষত্র ছিলেন হুমায়ুন ফরীদি ও এটিএম শামসুজ্জামান। তাদের অভিনয় মুগ্ধ হয়েছেন অগণিত দর্শক। ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি না ফেরার দেশে চলে যান হুমায়ুন ফরীদি। অন্যদিকে গত ২০ ফেব্রুয়ারি মারা গেছেন বহুমুখী প্রতিভার অধিকারী এটিএম শামসুজ্জামান। দুজনই খলচরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান। একই সিনেমায় একসঙ্গে অভিনয়ও করেছেন তারা। তাদের মাঝে শ্রদ্ধা ও ভালোবাসার সম্পর্ক দৃঢ় ছিল।

গতবছর এটিএম শামসুজ্জামান রাইজিংবিডিকে দেওয়া এক সাক্ষাৎকারে হুমায়ুন ফরীদিকে নিয়ে স্মৃতিচারণ করেন। এ অভিনেতা বলেছিলেন, ‘ফরীদির মতো শিল্পী বাংলার মাটিতে আর আসবে না। আমাকে এতো শ্রদ্ধা করতো যে, ভাষায় প্রকাশ করা যাবে না। অথচ আমার মতো একশ এটিএম সমান একজন ফরীদি। আমাকে দেখলে চেয়ার থেকে দাঁড়িয়ে থাকতো। অথচ আমি খুব বুঝতাম, এর সঙ্গে অভিনয় করে পারা যাবে না। বাংলার মাটিতে অনেক শিল্পী আসবে ফরীদি আর আসবে না।’

আরো পড়ুন:

এদিকে হুমায়ুন ফরীদি জীবদ্দশায় বিভিন্ন সাক্ষাৎকারে এটিএম শামসুজ্জামানকে নিয়ে মুগ্ধাতা প্রকাশ করেন। হুমায়ুন ফরীদি বলেছিলেন, ‘সিনেমায় এটিএম ভাই যে অভিনয় করেন, এর চেয়ে অনেক বড় মাপের অভিনেতা তিনি। কিন্তু তাকে দিয়ে আমরা সেই কাজটা করাতে পারছি না।’

একুশে পদকপ্রাপ্ত খ‌্যাতিমান অভিনেতা এটিএম শামসুজ্জামান গত ২০ ফেব্রুয়ারি সকালে নিজ বাসায় মারা যান। এটিএম শামসুজ্জামান পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক লাভ করেন এই শিল্পী।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়