Risingbd Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ১৮ মে ২০২১ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪২৮ ||  ০৫ শাওয়াল ১৪৪২

ডিভোর্স নিয়ে মুখ খুললেন নুসরাত

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৬, ২৩ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৬:১৮, ২৩ ফেব্রুয়ারি ২০২১
ডিভোর্স নিয়ে মুখ খুললেন নুসরাত

গত কয়েক মাস ধরে গুঞ্জন উড়ছে, সংসার ভাঙছে তৃণমূল সাংসদ ও টলিউড অভিনেত্রী নুসরাত জাহানের। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানায়—‘বিবাহবিচ্ছেদের জন্য নুসরাতকে আইনি নোটিশ পাঠিয়েছেন তার স্বামী নিখিল জৈন।’

তারপর থেকে বিষয়টি আলোচনার শীর্ষে রয়েছে। সময়ের সঙ্গে বিয়েবিচ্ছেদের জল্পনা যখন জোরালো হচ্ছে ঠিক তখন এ বিষয়ে মুখ খুললেন নুসরাত জাহান। ভারতীয় একটি সংবাদমাধ্যমে নুসরাত জাহান বলেন—‘এই খবর সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন! আমার আর নিখিলের বিবাহবিচ্ছেদ নিয়ে কোনো কথাই হয়নি।’

নিখিল-নুসরাতের বিয়েবিচ্ছেদের বিষয়ে একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন—‘নিখিলের ক্রেডিট কার্ড এখনো ব্যবহার করেন নুসরাত জাহান। নিখিল তাতে কোনোদিন বাধা দেননি। যশের (যশ দাশগুপ্ত) সঙ্গে সম্পর্কে জড়ানো, একসঙ্গে রাজস্থানে ছুটি কাটাতে যাওয়া, কোনো কিছু নিয়েই মুখ খোলেননি নিখিল। গত ভালোবাসা দিবসে আকারে ইঙ্গিতে নিখিল জানিয়েছিলেন, নুসরাত অনেক বদলে গেলেও তিনি একইরকম আছেন। কিন্তু অবশেষে বাধ্য হয়ে এই পদক্ষেপ নিলেন নিখিল।’

এ বিষয়ে নিখিল জৈনর সঙ্গে যোগাযোগ করা হলে সংবাদমাধ্যমটিকে বলেন—‘এ বিষয়ে এখনই কিছু বলতে চাই না। যা বলার পরে বলব।’

নুসরাতের নতুন প্রেমের গুঞ্জনের সূত্রপাত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবিকে কেন্দ্র করে। ছবিতে হাস্যোজ্জ্বল নুসরাত ও যশকে দেখা যায়। নতুন বছর উপলক্ষে রাজস্থানে অবসর যাপনের জন্য গিয়েছিলেন তারা। আর এই প্রেমের কারণে নিখিল জৈনর সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটতে যাচ্ছে এই নায়িকার।

২০১৯ সালের ১৯ জুন তুরস্কের বোদরুমে দীর্ঘদিনের প্রেমিক নিখিল জৈনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন নুসরাত। বোদরুমের সিক্স সেন্সেস কাপলাঙ্কায়া রিসোর্টে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দুজন দুই ধর্মের অনুসারী হওয়ায় দুই প্রথা মেনেই হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়েতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধু্রা উপস্থিত ছিলেন।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়