ঢাকা     বুধবার   ০৬ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২২ ১৪৩১

‘তুফান, খুব ভয় পাইছি রে…’

প্রকাশিত: ১৮:৫০, ৭ মে ২০২৪   আপডেট: ১৯:০৫, ৭ মে ২০২৪

শাকিব খান অভিনীত পরবর্তী সিনেমা ‘তুফান’। সিনেমাটির নির্মাণ কাজ শুরু হওয়া থেকে এখন পর্যন্ত বিভিন্ন কারণে আলোচিত হয়েছে। আগামী ঈদুল আজহায় সিনেমাটি সারাদেশে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা। মুক্তিকে সামনে রেখে এবার টিজার প্রকাশ করলেন সংশ্লিষ্টরা।

‘তুফান’ সিনেমার নির্মাতা রায়হান রাফী আগেই পূর্বাভাস দিয়ে বলেছিলেন, ‘আজ বাংলার আকাশে-বাতাসে এক ভয়ঙ্কর তুফানি ঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে!’ সেই ঝড়েরই দেখা মিলল আজ সন্ধ্যা নামার আগেই।

‘তুফান’ সিনেমার টিজারে রীতিমতো ঝড় তুলেছেন শাকিব। ১ মিনিট ২১ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওতে বন্দুক হাতে এন্ট্রি নেন শাকিব। এসময় তাকে বলতে শোনা যায়, ‘পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলে দিব। সে যা চাইবে, পাইবে। যা করিতে চাইবে, করিবে। তাহাকে কোনো কিছুতেই বাঁধা দেওয়ার এখতিয়ার কেউ রাখিবে না। আর এর ব্যত্যয় ঘটিলে...’ এরপরই অস্ত্র হাতে একের পর এক বারুদে তছনছ করে ফেলতে দেখা যায় শাকিব খানকে।

আরো পড়ুন:

এখানেই শেষ নয়, ভিডিওতে দেখা মেলে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর। তার সেই বিখ্যাত সংলাপের অট্টহাসি দিয়ে বলতে শোনা যায়, ‘তুফান, খুব ভয় পাইছি রে হে হে হে হে...’ এরপরই আরও একবার স্ক্রিনে বিধ্বংসী রূপে হাজির হন শাকিব।

জানা যায়, একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে ‘তুফান’ সিনেমা। যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনি নিয়েই এগিয়ে যাবে ‘তুফান’ সিনেমার গল্প। এতে শাকিব খানের বিপরীতে ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী রয়েছেন।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বড় বাজেটে নির্মিত হচ্ছে ‘তুফান’। সিনেমাটি প্রযোজনা করছে ঢাকার আলফা আই, চরকি ও কলকাতার এসভিএফ।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়