Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ১৬ অক্টোবর ২০২১ ||  কার্তিক ১ ১৪২৮ ||  ০৭ রবিউল আউয়াল ১৪৪৩

ছেলের বউয়ের কোন গুণ পছন্দ শর্মিলার?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৪, ২৭ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৩:৩৪, ২৭ ফেব্রুয়ারি ২০২১
ছেলের বউয়ের কোন গুণ পছন্দ শর্মিলার?

সিনেমার গল্পে অনেক সময়ই বউ-শাশুড়ির দ্বন্দ্ব দেখা যায়। বাস্তবেও এরকম ঘটনা অহরহ ঘটে। কিন্তু বলিউড তারকাদের সংসারেও কি এমন কিছু ঘটে? তারকা বউ-শাশুড়ির সম্পর্ক কেমন তা নিয়ে ভক্তদের অনেক কৌতূহল।

শোনা যায় অভিনেত্রী কারিনা কাপুর খানের সঙ্গে শাশুড়ি অভিনেত্রী শর্মিলা ঠাকুরের বেশ মধুর সম্পর্ক। এমনকি একটি অনুষ্ঠানে ছেলের বউয়ের একটি গুণের কথা জানিয়েছেন শর্মিলা। তিনি জানান, কারিনার নিয়মিত যোগাযোগ রাখার বিষয়টি তিনি খুব পছন্দ করেন। যদি তিনি কখনো মেসেজ পাঠান, তাহলে কারিনা খুব দ্রুত এর উত্তর দেয়। কিন্তু তার ছেলে অভিনেতা সাইফ আলী খান ও মেয়ে সোহা আলী অনেক দেরিতে উত্তর দেন। কারিনাকে এজন্য খুবই পছন্দ শর্মিলার।

২০১২ সালে সাইফ আলী খানকে বিয়ে করেন কারিনা। গত ২১ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তানের মা হয়েছেন তিনি। সম্প্রতি নবজাতক নিয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন। তবে এখনো ছেলের নাম রাখেননি সাইফ ও কারিনা।

কারিনার পরবর্তী সিনেমা ‘লাল সিং চাড্ডা’। এরই মধ্যে তার অংশের শুটিং শেষ করেছেন তিনি। এতে আমির খানের বিপরীতে অভিনয় করছেন এই অভিনেত্রী। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাবে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়